মাদরাসার পাশে মাদক বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদরাসার পাশে মাদক বিক্রি ও সেবনের মতো কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদরাসা ভিত্তিক গঠিত কমিটিগুলোর কার্যক্রম আরও সক্রিয় ও দৃশ্যমান করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর অপপ্রচার মোকাবিলায় কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করতে বলা হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, মাদরাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, মাদকসেবীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। শুধু আইনগত দিক নয়, জনসম্পৃক্ততা বাড়িয়ে সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে নির্দেশনায়। এতে মাদরাসায় গঠিত মাদকবিরোধী কমিটিগুলোকে কার্যকর, গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর প্রচারণা প্রতিরোধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, হিযবুত তাহরীর ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের বিপরীতে কুরআন ও হাদিসের যথাযথ ব্যাখ্যা তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

এর আগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে অদেশের সব স্কুল ও কলেজে গঠিত কমিটিগুলোকে সক্রিয় করার নির্দেশ দিয়েছে মাউশি। প্রতিষ্ঠানভিত্তিক এসব কমিটি যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশনায়।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের কুফল নিয়ে প্রচার-প্রচারণা বাড়ানো এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং নিয়মিত প্রচার কার্যক্রমের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটিগুলোকে আরও কার্যকরভাবে সক্রিয় করতে হবে। দেশের সব সরকারি-বেসরকারি কলেজ, টিটিসি এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও প্রয়োজনীয় তদারকি ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে দেশে প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের কার্যক্রম শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন পরীক্ষামূলকভাবে কিছু স্কুল ও কলেজে এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সফলতার অভিজ্ঞতা থেকে তা দেশব্যাপী বিস্তৃত করা হয়। ধারাবাহিকভাবে কমিটির কাঠামো নির্ধারণ, শিক্ষক-অভিভাবকদের সম্পৃক্ততা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মদ্যপানের অভিযোগ ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে, খতিয়ে দেখবে বোর্ড Dec 24, 2025
img
চট্টগ্রাম-৫ আসন থেকে লড়বেন ব্যারিস্টার আনিসুল ইসলাম Dec 24, 2025
img
ফকিরের থেকে অনুপ্রাণিত হয়ে শুরু মহম্মদ রফির সঙ্গীতসফর Dec 24, 2025
নীরব চমক, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ চমকপ্রদ ইঙ্গিত Dec 24, 2025
img
বাংলাদেশে পা রাখলেন জিয়া Dec 24, 2025
৩০০ ফিটে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা তারেক রহমানের | টাইমস ফ্ল্যাশ | ১৯ ডিসেম্বর, ২০২৫ Dec 24, 2025
img
সোনার বাংলার এমন পরিস্থিতি দেখব ভাবিনি: পাওলি দাম Dec 24, 2025
img
ভারতের বিরুদ্ধে আইসিসিতে দ্বারস্থ হলেন পিসিবি সভাপতি Dec 24, 2025
img
মেয়াদ বাড়ল মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির Dec 24, 2025
img
আসন্ন নির্বাচনে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৬ লাখ ৭২ হাজার Dec 24, 2025
img
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান Dec 24, 2025
img
৪৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা পূরণ, এখন শুরু আসল লড়াই : তাসনিম জারা Dec 24, 2025
img
১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি Dec 24, 2025
img
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড Dec 24, 2025
img
শাহজালালে আজ সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা Dec 24, 2025
img
খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার Dec 24, 2025
img
ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক : অর্থ উপদেষ্টা Dec 24, 2025
img
২০২৫ সালে হিন্দি সিনেমার রেকর্ডব্রেকিং বছর Dec 24, 2025
img
ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা Dec 24, 2025
img
সংকটেই জেগে ওঠে মানুষের আসল শক্তি: অমিতাভ বচ্চন Dec 24, 2025