সরকারের চলা উচিত ধূমকেতুর গতিতে কিন্তু চলছে ৫০ মাইল স্পিডে : আবদুস সালাম

এই জামায়াতের জন্য কিন্তু আমাদেরকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এ কথা বলেন। অনুষ্ঠানে ইউনূস সরকারকে ধূমকেতুর গতিতে চলা উচিত ছিল বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানের উপস্থাপিকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা একটি মন্তব্য তুলে ধরেন।

সেখানে নাহিদ ইসলাম বলেছিলেন, ‘যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো।’ উপস্থাপিকা এরপর বলেন, খুব সুস্পষ্টভাবে তিনি (নাহিদ) হয়তো বিএনপিকেই কথাটি বলেছেন।

উত্তরে আবদুস সালাম বলেন, ‘আমরাও তো তাই বলি। বিদায় হবে। আমরা কি জনগণের বাইরে নাকি? আর কারো কারো কথায় মনে হচ্ছে, দেশের মালিকানাটা তারা নিয়ে নিয়েছে।’

এরপর তিনি একই টক শোতে উপস্থিত গোলাম মাওলা রনির কথা উল্লেখ করে বলেন, ‘তিনি কিন্তু সুন্দরভাবে একটা কথা বলেছেন। সেটা হচ্ছে, সরকারে কে কে আছে? রাষ্ট্রটা কে চালায়? পুরো দেশের মধ্যে বিএনপি, জামায়াত, অন্য কোনো দলে বা অন্য কোথাও কোনো অপরাধ নেই? অপরাধ যে করবে তার আবার দল কিসের? তার তো দল নেই, কোনো ধর্ম বা বর্ণ নেই্।’

তিনি আরও বলেন, ‘একটা জিনিস দেখেন, পাঁচ আগস্ট থেকে আট আগস্ট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না।

আগের সরকার মানে ফ্যাসিবাদী সরকার বলেছিল, এ রকম ঘটনা ঘটলে এক রাতে বা এক দিনে কয়েক লাখ লোক মারা যাবে এবং সেটাই হতো। কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত ভূমিকা এবং তার এক নির্দেশের কারণে, বিএনপি এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, এত মারপিট, খুন, জখমের পরেও তা বন্ধ হয়ে গিয়েছিল।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পরে মওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়িয়ে বলছিলেন, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, লালবাহিনী, নীলবাহিনী থামাও। এরা দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলল। কিন্তু আওয়ামী লীগ বলেছিল, এত কষ্ট করছে, খাইলে কিছু খাইল। তাতে হইছে কী, শেখ মুজিবরাও খেয়েছে, সঙ্গে দেশও খেয়ে ফেলছে। এ জন্য বলছি পার্থক্যটা এখানেই।’

আবদুস সালাম বলেন, ‘এই জামায়াতের জন্য কিন্তু আমাদেরকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। অনেক কিছু সহ্য করতে হয়েছে। সেই জামায়াতও তার (নাহিদ) সঙ্গে মানে একই সুরে সুর মিলাচ্ছে। রাজনৈতিকভাবে একটা জিনিস, যেটা বোঝা দরকার। আওয়ামী লীগ বা জামায়াত, বিএনপি বা এনসিপি অথবা ছাত্ররা কিন্তু বিএনপির প্রতিপক্ষ না, আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ হলো আজকের আধিপত্যবাদী শক্তি।’

উপস্থাপিকা এনসিপির নাহিদ ইসলামের করা ওই মন্তব্যটি নিয়ে আবার প্রশ্ন করলে সালাম বলেন, ‘শেখ হাসিনাও একই ভাষায় বিএনপির সঙ্গে জামায়াতের নামটাও জুড়ে দিত। বিএনপিকে রাজাকার শব্দ পর্যন্ত সহ্য করতে হইছে। দেশদ্রোহী, দেশ অপরাধী, স্বাধীনতাবিরোধী শক্তি পর্যন্ত আমাদেরকে শুনতে হইছে। কিন্তু রাজনীতির কারণে বিএনপি এসব কথায় মাইন্ড করে নাই।’
জামায়াত বিএনপির বিরুদ্ধে নানা কথা বলছে। উপস্থাপিকার এই কথার পরে সালাম বলেন, ‘জামায়াত ভুল করছে। এখনো সময় আছে মূল শত্রুটাকে টার্গেট করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা পাঁচ তারিখের পর থেকে বলে আসছি, ফ্যাসিবাদের মাথা বিদায় হইছে, কিন্তু ফ্যাসিবাদ তো রয়ে গেছে। ঘরের মধ্যে যদি সাপ নিয়ে বসবাস করেন, তা হলে তো সেই সাপ আপনাকে দংশন করবেই। আজ সেটাই হচ্ছে। স্বাভাবিকভাবেই আজকে ফ্যাসিবাদের ষড়যন্ত্র তো বসে নেই। তিনি (হাসিনা) এখনো সীমান্তের ওপার থেকে বলতেছেন, আমি প্রধানমন্ত্রী, যেকোনো সময় টুস করে চলে আসব। এগুলো ষড়যন্ত্রের অংশ।’

সালাম বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব অপরাধ যে করবে তাকে রাষ্ট্রের আইন-শৃঙ্খলার আওতায় নিতে হবে। সেটা তারা কেন নেয় না? আমার দায়িত্বটা আমি ঠিকই পালন করছি। তারেক রহমান তার দায়িত্বটা ঠিকই পালন করছেন, কিন্তু সরকার তার দায়িত্ব নিয়ে উদাসীন। এই উদাসীনতার পেছনে কোনো রাজনীতি আছে কি না, কোনো ষড়যন্ত্র আছে কি না সেটা খুঁজে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে তো ধূমকেতুর গতিতে চলা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে তার গতি খুব স্লো। সরকারের স্পিড ২০০ বা ৩০০ মাইল হওয়া দরকার, সেটা ৫০ মাইল স্পিডে চলছে। এই সরকারের পক্ষে অনেক কঠিন কাজ করা সম্ভব ছিল। কারণ তারা তো আর নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘কিন্তু তাদের (সরকার) তাদের অবস্থা দেখে মনে হচ্ছে, এই কাজটা করা যাবে না, জনপ্রিয়তা কমে যাবে। আবার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই কাজগুলো তাদের করতে হবে বা দেখাইতে হবে।’
 
কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টাকার বিপরীতে কমল ডলারের দাম Jul 15, 2025
img
বরগুনায় এনসিপির পথসভা, মঞ্চে সারজিসকে দেখে ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর ছাত্র-জনতা Jul 15, 2025
img
'একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প নেই' Jul 14, 2025
img
নিজেরা মেঝেতে বসে শহীদদের মা-বাবাকে চেয়ারে বসালেন উপদেষ্টারা! Jul 14, 2025
img
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২ Jul 14, 2025
img
জার্মান পার্লামেন্টে রংধনু পতাকা উত্তোলন নিষিদ্ধ Jul 14, 2025
img
৫০ ডিগ্রির ভয়াবহ গরমে কাঁপছে আমিরাত Jul 14, 2025
img
উচ্চকক্ষকে দুর্বল করার অপচেষ্টা চলছে: আখতার হোসেন Jul 14, 2025
img
সাগরে নিম্নচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত Jul 14, 2025
img
রোহিঙ্গা সংকট মোকাবিলায় শুধু বাংলাদেশ নয়, বিশ্ব সম্প্রদায়েরও বড় দায় আছে : কক্সবাজারে দুই উপদেষ্টা Jul 14, 2025
img
সিআইডি সেজে প্রবাসীর স্বর্ণালংকার লুট, মুক্তিপণ দাবি করে অপহরণ Jul 14, 2025
img
সালাউদ্দিনকে সরানোর কোনো ভাবনা নেই বিসিবির Jul 14, 2025
img
তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু দাবী ফখরুলের Jul 14, 2025
সাকিব অ্যাভেইলেবল ক্রিকেটার, তার সঙ্গে কথা বলা হবে; বিসিবি সভাপতি বুলবুল Jul 14, 2025
img
মিটফোর্ডের ঘটনা নিয়ে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা: তারেক রহমানের উপদেষ্টার স্ট্যাটাস Jul 14, 2025
img
১০ বছরে লিটন নিজের সামর্থ্যের অর্ধেকও দেখাতে পারেনি, দাবি পাইলটের Jul 14, 2025
img
জগন্নাথে প্রার্থনা শেষে প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মগ্ন শুভশ্রী-ইশা Jul 14, 2025
img
জনতার বাধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন প্রিন্স মামুন Jul 14, 2025
img
পোষ্যের অসুস্থতায় ভেঙে পড়েছেন অনামিকা, ভিডিওতে উঠে এল অভিযোগ Jul 14, 2025
img
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড Jul 14, 2025