মুম্বাইয়ের তারকাদের নিরাপত্তা ঘিরে আবারও বড় প্রশ্নের মুখে প্রশাসন। কখনও সলমন খানের বাড়িতে গুলি, কখনও সইফ আলি খানের ঘরে ঢুকে ছুরি চালানো — এবার সেই তালিকায় নাম জুড়ল বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবং ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের আবাসনের।
ঘটনাটি ঘটেছে বান্দ্রার পালি হিল এলাকার এক অভিজাত আবাসনে। এই এলাকায় বলিউড তারকা থেকে শুরু করে ব্যবসায়ী ও ক্রীড়াবিদদের বসবাস। সেই আবাসনেই ১৯ জুন গভীর রাতে ঘটে গিয়েছে এমন এক ঘটনা, যা এখনও রহস্যে মোড়া।
জানা গেছে, রাত প্রায় ১টা নাগাদ এক ব্যক্তি ১৭ তলায় উঠতে চায়। দাবি, সে নাকি সেই ফ্ল্যাটের মালিকের অনুমতিসহ এসেছিল। গাড়ির চাবি নিরাপত্তারক্ষীদের দিয়ে সে আগে নীচের তলার স্নানঘরে যেতে চায়। সেখানে প্রায় ১০ মিনিট থাকার পর সে ১৪ তলায় উঠতে চায়, কিন্তু ফোনে ফ্ল্যাট মালিকের সাড়া না মেলায় নিরাপত্তারক্ষীরা তাকে আটকায়। পরে সে ১৭ তলায় যাওয়ার চেষ্টা করে — তখনই বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে।
নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিতে চাইলে সে লিফ্টের কাছে ভাঙচুর চালায়। এমনকি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে অশালীন অঙ্গভঙ্গিও করছে। ঘটনার পর খার থানায় ওই ব্যক্তির নামে এফআইআর দায়ের হয়েছে।
তবে এখনও জানা যায়নি, ঠিক কোন ফ্ল্যাটে যেতে চেয়েছিল সে? কেনই বা সে স্নানঘরে গিয়ে সময় কাটালো? তার পরিচয় ও উদ্দেশ্য কী — সবই এখন তদন্তাধীন।
আরও প্রশ্ন উঠেছে, এতদিন পর কেন এই ঘটনা সামনে এল? কেন ১৯ জুনে যা ঘটেছে, তা প্রকাশ্যে এল জুলাইয়ের মাঝামাঝি? বিষয়টি ঘিরে আবাসনের বাসিন্দারা সন্ত্রস্ত।
এই ঘটনার পর মুম্বইয়ের তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বিতর্ক তুঙ্গে।