একদশক পেরিয়ে ফের বড় পর্দায় ছুটতে চলেছেন ‘ফ্লাইং শিখ’। ফারহান আখতার অভিনীত ও রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত জনপ্রিয় স্পোর্টস বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’ আগামী ১৮ জুলাই ২০২৫-এ ফের মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শুধু এক ক্রীড়াবিদের গল্প নয়, এক জাতির হৃদয় জয়ের গল্প। দেশভাগের যন্ত্রণায় বিধ্বস্ত এক শরণার্থী কিশোর কীভাবে হয়ে উঠেছিল ভারতের সর্বকালের অন্যতম সেরা দৌড়বিদ—এই উত্তরণের কাহিনি নিয়েই ‘ভাগ মিলখা ভাগ’।
এই নতুন মুক্তির খবরটি এমন এক সময়ে এসেছে, যখন দর্শকের মধ্যে নস্টালজিয়া এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সেরা ক্লাসিক সিনেমাগুলোর প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে।
চরিত্রটির প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ফারহান বলেছেন, “এটা আমার জীবনের সবচেয়ে রূপান্তরমূলক অভিজ্ঞতাগুলোর একটি।” অন্যদিকে, পরিচালক রাকেশ মেহরার মতে, “এটি এমন এক মানুষের গল্প, যিনি কষ্টকে উদ্দেশ্যে রূপান্তর করেছিলেন।”
ছবিতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, দিব্যা দত্ত ও প্রকাশ রাজ। সুর ও আবেগে ভরপুর এই সিনেমা শুধু একটি জীবনের গল্প নয়, জাতীয় গর্বের প্রতিচ্ছবিও বটে।
নতুন প্রজন্মের দর্শকদের কাছে আবারও একবার এই অমর কাহিনি তুলে ধরতে প্রস্তুত বলিউড। দৌড় শুরু হবে ১৮ জুলাই, ২০২৫-এ।
এসএন