আসন্ন ‘ডন ৩’ নিয়ে বলিউডে উত্তেজনার পারদ তুঙ্গে, তবে তার মাঝেই একের পর এক বড় পরিবর্তনে চমকে গেল ইন্ডাস্ট্রি। বিক্রান্ত ম্যাসি আর থাকছেন না এই বহুল প্রতীক্ষিত প্রজেক্টে। চরিত্রের গভতা নিয়ে অসন্তোষ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি—এমনটাই জানা যাচ্ছে প্রযোজনা সূত্রে।
বিক্রান্তের চরিত্রটি ছিল রণবীর সিংহের নতুন যুগের ডন-এর বিপরীতে এক বুদ্ধিমান ঠগ বা প্রতারকের। চরিত্রটির জন্য দরকার ছিল সম্পূর্ণ ট্রান্সফরমেশন ও অ্যাকশনভরা প্রস্তুতি। কিন্তু চিত্রনাট্যে কাঙ্ক্ষিত মানের গভতা না পাওয়ায়, নিজেই পিছু হটেছেন বিক্রান্ত। প্রযোজকরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং এখন খোঁজা হচ্ছে নতুন মুখ।
এদিকে বিকল্প হিসেবে বিজয় দেবরাকোণ্ডার নাম উঠে এলেও, তিনিও এই চরিত্র করতে রাজি হননি। দক্ষিণী ছবিগুলোর ব্যস্ততা এবং নিজের ক্যারিয়ারের ফোকাসের কারণেই এই নেতিবাচক সিদ্ধান্ত বলে জানা গেছে।
নায়িকা দিক থেকেও এসেছে বড় রদবদল। কিয়ারা আদবানী, যিনি শুরুতে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ ছিলেন, গর্ভাবস্থার কারণে এই প্রজেক্ট থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এখন যুক্ত হয়েছেন কৃতি শ্যানন। নতুন ডন ছবির মূল কাস্টে তাঁর নাম জুড়তেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
ছবিটি পরিচালনা করছেন ফারহান আখতার। শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে।
সিনেমাটির মূল চমক শুধু রণবীরের নতুন ‘ডন’ রূপেই নয়, বরং প্রতিটি চরিত্রের নতুন করে রূপায়ণ, পরিবর্তন এবং রদবদল ঘিরেও। অপেক্ষা এবার ক্যামেরা চালু হওয়ার।
এসএন