২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারী আট দলকে নিয়ে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৯টি মহড়া, যা বিশ্বকাপের আগে দলগুলোর সমন্বয় ও প্রস্তুতির মঞ্চ হয়ে উঠবে।
বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে। নিগার সুলতানা জ্যোতির দল দুটি প্রস্তুতি ম্যাচই খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা 'এ' দল। তবে ভেন্যুতে ভিন্নতা আছে। শ্রীলঙ্কা 'এ' বিপক্ষে ২৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
* ভারত বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম পাকিস্তান–কলম্বো ক্রিকেট ক্লাব
* বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’–প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৭ সেপ্টেম্বর
* অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* ভারত বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ–কলম্বো ক্রিকেট ক্লাব
২৮ সেপ্টেম্বর
* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’–কলম্বো ক্রিকেট ক্লাব