ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর গেল মার্চে জরুরি বৈঠকে বসেছিলেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। যেখানে আগের কমিটি স্থগিত করে দিয়ে সেখানে নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
এ ছাড়া ৮ বিভাগ থেকে দায়িত্ব পান ৮ জন ক্রিকেটার। এরপরও কয়েকবার বৈঠক হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনে মিটিংয়ে বসেছিল কোয়াবের সদস্যরা। উপস্থিত ছিলেন সাবেক এবং বর্তমান মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটার। তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন নান্নু ছাড়াও খালেদ মাসুদ পাইলটরাও ছিলেন উপস্থিত।
আজকের বৈঠকে মূলত কোয়াবের পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কবে নাগাদ আয়োজন হবে সেটি নিয়েই সেখানে বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা একজন সিনিয়র ক্রিকেটার গণমাধ্যমকে বলছিলেন, 'কোয়াবের এক্টিভিটি তো কম এখন, সেটাকে এক্টিভ করার জন্য আলোচনায় বসেছিলাম। যাতে করে ক্রিকেটারদের পাশে থাকা, ক্রিকেটারদের হয়ে কথা বলতে পারে। আমরা চাচ্ছি কোয়াব এক্টিভ হোক যেন ক্রিকেটারদের পাশে থাকতে পারে।'
'যারা সিনিয়র আছেন দায়িত্বে আছেন তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা নির্বাচিত কমিটি লাগে, সামনে ইলেকশন হবে। ওটার ব্যাপারে কথাবার্তা হয়েছে। তারপর যারা আসবে তারাই কাজ চালিয়ে নেবে। এটার ভোট তো ঢাকায় হয়, যখন ক্রিকেটাররা সবাই ঢাকা কেন্দ্রীক থাকবে তখনই এটা হবে। তবে তারিখ এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তার আগে অনেক প্রসেস বাকি রয়েছে।'
ইউটি/টিএ