পুতিন একজন কঠিন মানুষ, অনেককে বোকা বানিয়েছেন: ট্রাম্প

ইউক্রেন ইস্যুতে সমঝোতায় আসতে রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি না হলে মস্কোর ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ ঘোষণা পুতিন প্রশাসনকে হতাশা নয়, বরং স্বস্তিই দিয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার বিষয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দেবেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে শুরু হয় নানা জল্পনা। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে পশ্চিমা সামরিক জোট বা ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করে এ ইস্যুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, পুতিনের ওপর অসন্তুষ্ট তিনি। ফোনালাপে পুতিন যুদ্ধ বন্ধের কথা বললেও, বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। মস্কোকে ৫০ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না আসলে দেশটির ওপর শতভাগ সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। বলেন, ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে, তারাও এই শাস্তির আওতায় পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় তিন হাজার ৫০০ কোটি ডলার খরচ করেছে। আমরা চাই এ যুদ্ধ বন্ধ হোক। এটা আমার যুদ্ধ ছিল না। এটা ছিল বাইডেনের যুদ্ধ। আমি বিশ্বকে এই যুদ্ধ থেকে বের করে আনতে চাই।

আর ন্যাটো মহাসচিব এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত। কারণ এটি শুধু রাশিয়াকে নয়, বরং দেশটির বাণিজ্য সহযোগী চীন, ভারত, এমনকি ব্রাজিলকেও চাপ দেবে। তার মতে, সেইসব দেশ এখন পুতিনকে ইউক্রেন ইস্যুতে সমঝোতার জন্য চাপ দেবেন।

এরপর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এখন পুতিনকে আর বিশ্বাস করেন না। তবে রুশ প্রেসিডেন্টের প্রতি এখনো পুরোপুরি আস্থা হারাননি বলেও জানান তিনি। বলেন, ‘তার প্রতি আমি হতাশ। তবে তার সঙ্গে এখনো আমার কাজ বাকি আছে।’ পুতিনকে বিশ্বাস করেন কি না– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’

পুতিন সম্পর্কে ধারণায় পরিবর্তন আনতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া তাকে সহায়তা করেছেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন,
আমি ঘরে ফিরে ফার্স্ট লেডিকে (মেলানিয়া ট্রাম্প) বলেছিলাম, জানো আমি আজ ভ্লাদিমিরের (পুতিন) সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে দারুণ আলাপ হয়েছে। তা শুনে সে বললো, ওহ, সত্যি? কিন্তু এইমাত্র আরেকটি শহরে (ইউক্রেনের) হামলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,
আমি বলতে চাই না তিনি (পুতিন) একজন ঘাতক। কিন্তু তিনি একজন কঠিন মানুষ। বছরের পর বছর ধরে এটা প্রমাণিত। সে অনেক মানুষকে বোকা বানিয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি, এনডিটিভি 

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে Sep 14, 2025
img
আমি শিবের ভক্ত, বিষ গিলে ফেলব: মোদি Sep 14, 2025
img
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার Sep 14, 2025
img
ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান Sep 14, 2025
img
ভারতের টপ অর্ডার দ্রুত আউট করাই জয়ের চাবিকাঠি: মালিক Sep 14, 2025
img
বাজে হারে হতাশ হলেও সুপার ফোরের আশা রাখছেন নান্নু Sep 14, 2025
img
ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ২৮ সেপ্টেম্বর Sep 14, 2025
img

সাগর-রুনি হত্যা

১২১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন Sep 14, 2025
img
শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা Sep 14, 2025
img
বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটন খাতে ২৫০০ কোটি রুপির ক্ষতি Sep 14, 2025
img
৩৩ বছর পর নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়াতে চান ভিপি-জিএস Sep 14, 2025
img
সাংবাদিক পরিচয়ে থাকা মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Sep 14, 2025
img
রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক Sep 14, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও Sep 14, 2025
img
জুলাইয়ের শহীদ পরিবারের বরাদ্দ অর্থ এক বছরেও হস্তান্তর হয়নি: শিবির সেক্রেটারি সাদ্দাম Sep 14, 2025
img
ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী Sep 14, 2025
img
চাকসুর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন করে যুক্ত হয়েছে ১৭৬৮ Sep 14, 2025
ছাত্রদল কি পাশে ছিল না আবিদের? Sep 14, 2025
img
নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
খাবারে বরকত পাওয়ার উপায় Sep 14, 2025