ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলেছেন লিয়াম ডসন। ছোট্ট ক্যারিয়ারের শেষটি খেলেছেন ২০১৭ সালে। আজ যখন ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে ডাক পেলেন তখন সময়টা গড়িয়েছে ৮ বছরে।
সময়টা হয়তো আরো দীর্ঘ হতে পারত ডসনের। কেননা শোয়েব বশির আঙুলে চোট পেয়ে ছিটকে না গেলে তার প্রত্যাবর্তনই হতো না। সতীর্থর চোটের কারণে সুযোগটা পেলেও ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিন অলরাউন্ডার পারফরম্যান্সে ঠিকই অন্যদের থেকে নিজেকে এগিয়ে রেখেছেন। তার প্রমাণ ২০২৩ ও ২০২৪ সালে ‘পিসিএ বর্ষসেরা’ পুরস্কার। হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বলেই পেশাদার ক্রিকেটারদের সংগঠনটির সেরার স্বীকৃতি মিলেছে।
এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১ সেঞ্চুরিতে ৫৩৬ রান করেছেন তিনি। সঙ্গে বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ২১টি।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ডসনের সীমিত সংস্করণের ক্যারিয়ারও খুব বড় নয়। ৬ ওয়ানডের বিপরীতে ১৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ১০ জুন। সেদিন সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া ডসন বোলিংয়ে ৩৪ রানে নেন এক উইকেট।
লর্ডস টেস্টের তৃতীয় দিন নিজের বলে রবীন্দ্র জাদেজার শট আটকাতে গিয়ে কণিষ্ঠায় আঘাত পান বশির। সেই চোট নিয়েই গতকাল ভারতের শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন ২১ বছর বয়সী অফ স্পিনার। কিন্তু শেষ দুই টেস্টে আর দলের সঙ্গে থাকা হচ্ছে না তার। লর্ডসের ২২ রানের জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট, ওল্ড ট্র্যাফোর্ডে।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল-
হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, জেমি ওভারটন, স্যাম কুক, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং ও ক্রিস ওকস।
ইউটি/টিএ