গোপালগঞ্জের আওয়ামী লীগকে ‘গোপালি আওয়ামী লীগ’ আখ্যা দেওয়ার পাশাপাশি তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।
ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা লেখেন, গোপালি আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের খুনিরা নির্মূল না হওয়া পর্যন্ত সারাদেশে ব্লকেড চলবে।
এদিকে, এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির শীর্ষ নেতারা।
ইউটি/টিএ