গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আজকের এনসিপির নেতাকর্মীদের সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটে চন্ডিপুলে ব্লকেড কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ছাত্রজনতা।
বুধবার (১৬ জুলাই) কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দরা চন্ডিপুলে সিলেট ঢাকা মহাসড়কে এনসিপির নেতাকর্মীরা ‘মুজিববাদ, মুর্দাবাদ’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী ছাত্র ও যুব জনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা। আধা ঘণ্টা পরে এনসিপির আহ্বানে মহাসড়ক থেকে এ ব্লকেড কর্মসূচি তুলে নেন তারা।
ব্লকেড কর্মসূচি পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক ফাহিমা মাহি সময় সংবাদকে জানান, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নিয়ে না এলে আবার রাস্তায় নামতে দ্বিধাবোধ করবে না ছাত্রজনতা।
বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরআর