গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হওয়া আরেক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম রমজান মুন্সী (২৮) তিনি অটো রিকশাচালক বলে জানা গেছে।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন বিশ্বাস (২০) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের দুজনকেই ভর্তি দিয়েছেন চিকিৎসক।
গুলিবিদ্ধ রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। আর সুমন বিশ্বাস গোপালগঞ্জ সদরের পাচুরিয়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে। তিনি একটি পানির কোম্পানির কর্মচারী ছিল বলে জানা গেছে।
আহত রমজান মুন্সির ভাই ইমরান মুন্সি জানান, আমার ভাই অটোরিকশা চালক। দুপুর আড়াইটার দিকে অটোরিকশা নিয়ে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির গুলি তার ডান হাতের কব্জির ওপর এবং ডান পাশের বগলে লাগে এবং উক্ত গুলি এখনো শরীরের ভেতরে রয়েছে। খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আজ রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোপালগঞ্জ থেকে সন্ধ্যার দিকে সুমন বিশ্বাস এবং রাত পৌনে ১২টার দিকে রমজান মুন্সী নামে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদের দুজনকে ভর্তি দিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আরআর