রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে প্রকাশ্যে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিউ মডেল বহুমুখী হাইস্কুলের বিপরীতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আশপাশে পথচারী ও ট্রাফিক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কেউ ছিনতাইকারীদের ঠেকাতে এগিয়ে আসেননি। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছিনতাইকারী চাপাতি হাতে এক যুবককে ঘিরে ফেলে ভয়ভীতি দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা রাস্তা পার হয়ে পালিয়ে যায়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ক্যশৈন্যু মারমা বলেন, আমরা ভিডিওটি পর্যালোচনা করছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ভুক্তভোগী এখনো থানায় অভিযোগ করেননি। তবে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন এবং দূরপাল্লার যানবাহন ছাড়ছিলেন। সম্ভবত এ কারণেই তারা এ ঘটনাটি দেখেনি এবং বুঝতে পারিনি।
এফপি/টিএ