উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতীয় বার্নে প্রাণ গেল আরও দুজনের

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজন মারা গেছে। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজন মারা গেল।

সোমবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় মাহেরীন চৌধুরী (৪০) ও আফনান (১৪) নামে আরও দুজন মারা গেছেন। এর আগে তানভীর কবির নামে এক শিক্ষার্থী মারা গেছে। অন্যদিকে জুনায়েদ হাসান নামে আরও এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায়।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।

আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

আরেকটি বার্তায় আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে একটি জরুরি সেল (২৪/৭) খোলা হয়েছে; মোবাইল-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর Jul 22, 2025
img
দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট Jul 22, 2025
img
ধর্মতলার সমাবেশে অসুস্থ শতাব্দী ও শত্রুঘ্ন, চিকিৎসার জন্য হাসপাতালে! Jul 22, 2025
img
কষ্ট সহ্য করতে পারিনি, তাই রক্ত দিতে চলে এসেছি Jul 22, 2025
img
ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে: কল্কি কেকলাঁ Jul 22, 2025
যে ৩টি কাজে আল্লাহ রাগান্বিত হন | ইসলামিক জ্ঞান Jul 22, 2025
স্থগিত করা হল এইচএসসি ও সমমানের পরীক্ষা Jul 22, 2025
শেখ মুজিবকে কটাক্ষ করে যা বললেন দুদু Jul 22, 2025
জানা গেল যে ক্লাসের উপর বিমানটি পড়েছিল সেটির উপস্থিতির সংখ্যা Jul 22, 2025
গভীররাতে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মাইলস্টোন। কারণ জানালেন শিক্ষার্থীরা Jul 22, 2025
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী Jul 22, 2025
img
মাইলস্টোনের ঘটনায় শোক প্রকাশ পা‌কিস্তানের তারকা ক্রিকেটারদের Jul 22, 2025
img
মামুন হত্যা মামলা: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে Jul 22, 2025
img
মাইলস্টোনের ঘটনা: সাফ শিরোপা জয়েও শোকাহত কোচ বাটলার Jul 22, 2025
img
বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড Jul 22, 2025
img
বিমান প্রশিক্ষণ কোথায় হবে তা নতুন করে দেখার প্রয়োজন: শ্রম উপদেষ্টা Jul 22, 2025
img
শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ Jul 22, 2025
img
এ দেশে আমরা বেঁচে থাকি এক অলৌকিক প্রক্রিয়ায় : আব্দুন নূর তুষার Jul 22, 2025
img
মার্টিনেজের জন্য ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিল অ্যাস্টন ভিলা Jul 22, 2025
img
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির ইসলাম সাগর Jul 22, 2025