উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিতে আসা মানুষের ভিড় সামাল দিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালের মূল ফটকে কঠোর নজরদারি চালাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন থেকে ইনস্টিটিউটে প্রবেশের জন্য কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে, তারা কার আত্মীয়, রোগীর নাম ও কোন ওয়ার্ডে চিকিৎসাধীন — এসব তথ্য নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।
বার্ন ইনস্টিটিউটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার (২১ জুলাই) স্বজন ও দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। পুলিশ ও আনসার সদস্যদের জনসমাগম নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এছাড়া গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও ভিড় বাড়িয়ে তোলে। ফলে আজ সকাল থেকেই সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭৮ জন।
কেএন/টিকে