বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, প্রতিটি দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। এ দেশে আমরা বেঁচে থাকি এক অলৌকিক প্রক্রিয়ায়।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।
আব্দুন নূর তুষার বলেন, ‘এখানে নির্মীয়মাণ ভবন একে লোহার টুকরা আর ফ্লাইওভারের গার্ডার আমাদের ওপরে পড়ে।
আমরা বৃষ্টির পানিতে ড্রেনে ভেসে যেতে দেখি, বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখি। আমাদের গার্মেন্টস ধসে পড়ে শ্রমিকদের ওপর। আমাদের রাজপথ দুর্ঘটনার স্বর্গ। আমরা ডেঙ্গু হয়ে মরি।
করোনা হয়ে মরি। আমরা অগ্নি দুর্ঘটনাতে মরি প্রিয়জনের সঙ্গে খেতে গিয়ে।’
তিনি আরো বলেন, ‘আমাদের শিশুরা মরে যায় জানেও না কেন! আকাশ থেকে যুদ্ধবিমান পড়ে মৃত্যু। কী বীভৎস ও অমানবিক।
তার চাইতে বেশি অমানবিক ও নিষ্ঠুর হলো আমাদের সমাজ। এই সমাজ চোখ বন্ধ করে থাকে। একটি অঘটনের পর পরেরটার জন্য অপেক্ষায় থাকে। যেন এই সবকিছুই স্বাভাবিক। আমরা আসলে সবাই জম্বি-জীবন্মৃত।
আমরা বেঁচে নাই। আমরা একেকটা চলাফেরা করা মৃতদেহ।’
টিকে/