ইতালির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় রেতেগুই

গত মৌসুমে সিরি আ'য় ২৫ গোল করে জিতেছিলেন লিগটির সর্বোচ্চ গোলদাতার গোল্ডেনবুট। ইতালি জাতীয় দলের নম্বর ওয়ান স্ট্রাইকারও তিনিই। বয়স মোটে ২৬, বলা চলে ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন মাতেও রেতেগুই। আর এই সময়েই কি-না তিনি বিস্ময়ে হতবাক করে দেয়া সিদ্ধান্তটা নিলেন। আটালান্টার এই স্ট্রাইকার ইউরোপের অন্যতম শীর্ষ লিগ ছেড়ে যোগ দিলেন সৌদি লিগের ক্লাবে।

ইতালির স্ট্রাইকার মাতেও রেতেগুই সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়া'য় যোগ দিয়েছেন। গত সোমবার (২১ জুলাই) উভয় ক্লাবই এই দলবদলের খবর নিশ্চিত করেছে। ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৪ বছরের চুক্তিতে রেতেগুইকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি।

ঠিক কত টাকায় আটালান্টা এই ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে বিক্রি করেছে তা জানায়নি, তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই দলবদলে সিরি আ'র ক্লাবটি ৬৫ মিলিয়ন ইউরোর (৯২০ কোটি ৬৬ লাখ টাকা) আশেপাশে একটা অঙ্কের অর্থ পাচ্ছে। যা রেতেগুইকে ইতালির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।

মাত্র এক মৌসুম আগে জেনোয়া থেকে রেতেগুইকে দলে ভিড়িয়েছিল আটালান্টা। চোটগ্রস্ত জিয়ানলুকা স্ক্যামাক্কার বদলি হিসেবে এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় তারা। আর প্রথম মৌসুমেই লিগে ২৫ গোল করে তাক লাগিয়ে দেন আর্জেন্টিনায় জন্ম নেয়া রেতেগুই। তার নৈপুণ্যে আটালান্টা লিগে তৃতীয় হয়।

ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, 'পেরকাস্সি পরিবার, পাগলিউকা পরিবার এবং পুরো নেরাজ্জুরির ক্লাব আন্তরিকভাবে মাতেওকে গত মৌসুমে তার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের জন্য এবং সামগ্রিক ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।'

আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব রিভারপ্লেট ও বোকা জুনিয়র্সে ফুটবলে হাতেখড়ি রেতেগুইয়ের। বোকার হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরুর পর দেশটির আরও তিন ক্লাব এস্তুদিয়ান্তেস, তাল্লেরেস ও তিগ্রের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালে সিরি আ'র ক্লাব জেনোয়ায় এক মৌসুম খেলে যোগ দিয়েছিলেন আটালান্টায়।

২০১৮ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলা শুরু করলেও ২০২৩ সালে জাতীয়তা বদলে ইতালির হয়ে খেলা শুরু করেন রেতেগুই। মূলত দাদা-দাদির সূত্রে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আজ্জুরিদের হয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচে ৬টি গোল করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) আল কাদসিয়া ছাড়েন গ্যাবনিজ স্ট্রাইকার রিয়েরে-এমেরিক ঔবামেয়াং। গত মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করে নবাগত দলটিকে লিগে চতুর্থ বানান এই গ্যাবনিজ। তার শূন্যতা দূর করতেই রেতেগুইকে দলে ভেড়াল আল কাদসিয়া। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগের কিছু দুষ্ট চক্র চলমান পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে : তাহের Jul 22, 2025
img
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা Jul 22, 2025
img
গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভকে দুর্বল করবেন না: বিমানবাহিনী প্রধান Jul 22, 2025
img
চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু Jul 22, 2025
img
সুনামগঞ্জে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ Jul 22, 2025
img
এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি : আখতার Jul 22, 2025
img
আবার বাড়ল সোনার দাম Jul 22, 2025
img
অ্যাকশন থেকে দেশপ্রেমের দৃঢ় সংকল্পে সালমান খান Jul 22, 2025
img
মাইলস্টোন ট্র্যাজেডি: সমবেদনা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি Jul 22, 2025
যে দুটি আয়াত পড়লে জীবন বদলে যাবে Jul 22, 2025
জয়াকে দেখে ঠাট্টা, সমালোচনায় বিজেপি নেতা Jul 22, 2025
চার ধনীর সম্পদ, ছাপিয়ে গেল ৭৫ কোটি আফ্রিকানকে! Jul 22, 2025
গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ Jul 22, 2025
img
বাংলা ছবিতে আসছে ত্রিকোণমিতির প্রেমকাহিনি Jul 22, 2025
নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব! Jul 22, 2025
img
চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা Jul 22, 2025
img
'ভুল বুঝেছি প্রেমকে', শাহরুখকে দায় দিলেন অনন্যা Jul 22, 2025
img
সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণে যে পুরস্কার দেবেন আল্লাহ Jul 22, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত Jul 22, 2025
img
গায়ের রঙ দুধসাদা না হলে কাজ নেই, এমন কঠিন শর্তের মুখেও পড়েছিলেন বাণী Jul 22, 2025