প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুর গেলেন পররাষ্ট্রসচিব

মাসখানেক আগে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন আসাদ আলম সিয়াম। বিদেশে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে তাকে মালয়েশিয়ায় পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিন দিনের সফরে বুধবার (২৩ জুলাই) রাতে কুয়ালালাপুরের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি কুয়ালালাপুরে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের বৈঠকে অংশ নেবেন।

ঢাকা-কুয়ালালাপুরের কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য ২৩ থেকে ২৬ জুলাই কুয়ালালাপুরে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে মালয়েশিয়া। যেখানে আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মালয়েশিয়ার কূটনীতিক ওথমান হাশিম এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে আলোচনা করবেন, তারা তাদের ভূমিকার কথা তুলে ধরবেন; স্টেকহোল্ডারদের মতামত জানতে চাইবেন এবং এ সমস্যা সমাধানে করণীয় নিয়ে কথা বলবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ দূতদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে পররাষ্ট্রসচিব রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশে প্রভাব, সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখল, নতুন করে রোহিঙ্গা অনুপ্রেবেশ, আশ্রিত রোহিঙ্গাদের তহবিল কমে আসা এবং রেশন কমানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আগে আগামী মাসে বাংলাদেশে স্টেকহোল্ডারদের নিয়ে হতে যাওয়ার সংলাপের কথা তুলে ধরতে পারেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিশেষ দূতদের বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যেসব উন্নয়ন হয়েছে সেটি তুলে ধরবে।

রোহিঙ্গাদের জন্য অর্থায়নে কাটছাঁট নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সম্প্রতি আরাকান আর্মির কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ আছে। নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি আরও উদ্বেগের; এগুলো আমাদের মেজর কনসার্ন। রোহিঙ্গা ইস্যু যেন চাপা পড়ে না যায়, এটা আমরা তুলে ধরতে পারি। আগস্টে বাংলাদেশে স্টেকহোল্ডারদের নিয়ে যে সংলাপ হবে সেটি জানানোর সুযোগ হবে।

চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। উপদেষ্টার দেশে ফেরার ১১ দিনের মাথায় এবার পররাষ্ট্রসচিব গেলেন কুয়ালালামপুর। আর এটি সচিবের প্রথম বিদেশ সফর।

সচিবের দেশে ফেরার ১৬ দিনের মাথায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১ আগস্ট দেশটি সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর করার কথা রয়েছে।

দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম গত ২০ জুন নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।  

উল্লেখ্য, বিদায়ী পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বিদেশে প্রথম অ্যাসাইনমেন্ট করেন ওয়াশিংটন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তর্কে জড়ালেন মঞ্জুরুল মুন্সী ও হাসনাত আবদুল্লাহর সমর্থকরা Jan 03, 2026
img
সাকিব ঝড়ে আবুধাবিকে উড়িয়ে আইএল টি-টোয়েন্টির ফাইনালে এমিরেটস Jan 03, 2026
img
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ Jan 03, 2026
img
নিহত বিএনপি নেতার ছেলেকে ফোন করে তারেক রহমানের বার্তা Jan 03, 2026
img
নাটোর-নওগাঁ মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার Jan 03, 2026
img

জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত নেতা হামিদুর

প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় Jan 03, 2026
img
নতুন ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে মাঠে নামছে ডিএসসিসি Jan 03, 2026
img
অতিরিক্ত বিমান ভাড়া রোধে সরকারী অধ্যাদেশ জারি Jan 03, 2026
img
প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত Jan 03, 2026
img
আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত Jan 02, 2026
img
টেইলর-ক্রেমারকে নিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা Jan 02, 2026
img
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের আহ্বান প্রধান উপদেষ্টার Jan 02, 2026
img
রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদুল্লাহ Jan 02, 2026
img
আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের Jan 02, 2026
img
টেসলাকে পেছনে ফেলে ইভি বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি Jan 02, 2026
img
আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা Jan 02, 2026
img
টাইব্রেকারে নাটকীয় জয়ে জাতীয় কাবাডির ফাইনালে আনসার Jan 02, 2026
img
নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি Jan 02, 2026
img
জকসু নির্বাচন বন্ধের জন্য নানা চক্রান্ত চলছে: নুরুল ইসলাম সাদ্দাম Jan 02, 2026
img
‘হ্যাঁ’ ভোট দিলে কী সুবিধা পাবেন, ‘না’ দিলে কী হারাবেন? Jan 02, 2026