দেশজুড়ে ২ দিন ধরে চলমান বিক্ষোভের কাছে নতি স্বীকার প্রেসিডেন্ট জেলেনস্কির

দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা রোধকারী আইন বাতিলের দাবিতে দেশজুড়ে দুই দিন ধরে চলমান বিক্ষোভের কাছে নতি স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেছেন, তিনি আইনের শাসন নিশ্চিত করতে এবং দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা বজায় রাখতে একটি নতুন বিল পেশ করবেন।

গত মঙ্গলবার (২২ জুলাই) ইউক্রেনের পার্লামেন্টে নতুন একটি বিল পাস হয়। বুধবার (২৩ জুলাই) বিলটিতে স্বাক্ষর করেন জেলেনস্কি। আইনটিতে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এবং বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটর অফিসের (স্যাপ) নিয়ন্ত্রণ প্রসিকিউটর জেনারেলের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে।

বিরোধীরা বলছেন, এই আইনের ফলে দুর্নীতি দমন সংস্থাগুলোর ক্ষমতা আরও কমবে। তারা আরও দুর্বল হবে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ফলে দেশে দুর্নীতি আরও বেড়ে যাবে। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই এই আইন পাস করেছে বলেও অভিযোগ উঠেছে। অনেকে একে ইউক্রেনের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিপজ্জনক হিসেবেও আখ্যায়িত করছেন।

বিবিসির প্রতিবেদন মতে, আইনটির প্রতিবাদে গত মঙ্গলবারই ইউক্রেনের বেশকিছু গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ শুরু হয়। যা দিনভর চলতে থাকে। বিক্ষোভ দমনে রাতে কারফিউ জারি করা হয়। সেই কারফিউ ভেঙেই চলে বিক্ষোভ। বুধবার বিক্ষোভ আরও বড় আকার ধারণ করে। এদিন লভিভ, দিনিপ্রো ও ওডেসা শহরেও বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা জেলেনস্কির সরকারকে স্বৈরতান্ত্রিক অভিহিত করে পদত্যাগের আহ্বান জানান। তাদের হাতে হাতে ছিল সরকারবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। এক বিক্ষোভকারীর পোস্টারে লেখা ছিল, ‘আমরা স্বৈরশাসন নয়, ইউরোপকে বেছে নিয়েছি’।

বিক্ষোভে অংশ নেয়া একজন বলেন, ‘আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে সামরিক বাহিনীকে আরও অর্থ দেয়া যায়। সরকার যত বেশি কার্যকরভাবে সম্পদের ব্যবহার করবে এবং দুর্নীতি কম হবে, তত বেশি আমরা প্রতিরক্ষা কাজে সম্পদের যোগান পাব।’

আরেকজন বলেন, ‘দুর্নীতি এখনও আমাদের বড় সমস্যা। যুদ্ধের মধ্যেও জিডিপির বড় একটি অংশ গ্রাস করছে দুর্নীতি। প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছেন।’ এর মধ্যেই বিতর্কিত আইনটির সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

এমনকি ইউক্রেন সরকারের এই পদক্ষেপে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়নও।

বিক্ষোভকারীদের শান্ত করতে বুধবার সন্ধ্যায় ভাষণ দেন জেলেনস্কি। ভাষণে তিনি দাবি করেন, দুর্নীতি দমন সংস্থাগুলো তাদের কাজ চালিয়ে যাবে, তবে তাদের রুশ প্রভাব থেকে মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ দুর্নীতির মামলা বছরের পর বছর ঝুলে আছে, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করবেন, কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে। 

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
মালয়শিয়ায় জনশক্তি রপ্তানির নামে ১১৫৯ কোটি টাকা ‘আত্মসাৎ-পাচার’ Sep 15, 2025
img
বিপৎসীমার ওপরে তিস্তার নদীর পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব কটি জলকপাট Sep 15, 2025
img
কাতার ইস্যুতে ইসরাইলকে খুব সতর্ক হতে হবে, বললেন ট্রাম্প Sep 15, 2025
img
আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার Sep 15, 2025
img
ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বি-ধ্ব-স্ত করলো বার্সা Sep 15, 2025
img
আমালের বিরুদ্ধে বাজে স্পর্শের অভিযোগ, মীমাংসায় উলটো বিপাকে অভিনেত্রী Sep 15, 2025
img
গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের, আহত ৩ Sep 15, 2025
img
জাকেরের অজুহাত মানতে নারাজ নান্নু Sep 15, 2025
img
দুপুর ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস Sep 15, 2025
img
আসছে শ্রম আইনে সংশোধনী , ব্ল্যাকলিস্টিং করা যাবে না শ্রমিকদের Sep 15, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৫৩ জনের, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২ Sep 15, 2025
img
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: মির্জা ফখরুল Sep 15, 2025
img
অভিনেতাকে ঘিরে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি Sep 15, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে সামান্য Sep 15, 2025
img
জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে Sep 15, 2025
img
কোলেস্টেরল নিয়ন্ত্রণে দেশি সবজি, কমাবে হৃদরোগের ঝুঁকি Sep 15, 2025
img
নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারাল ৩ Sep 15, 2025
img
বরগুনায় ইউপি সদস্যের মুরগির খামার থেকে ৬২ বস্তা সার জব্দ Sep 15, 2025
img
মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প আয়োজন Sep 15, 2025
img
ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয় Sep 15, 2025