হংকংয়ে এসি মিলানের মুখোমুখি হবে লিভারপুল

প্রাক মৌসুমের ম্যাচ খেলতে হংকংয়ে অবস্থান করছে লিভারপুল। প্রথম ম্যাচে শনিবার (২৬ জুলাই) এসি মিলানের মুখোমুখি হবে দলটি। মাঠে নামার আগে হংকংয়ে সমর্থকদের সামনে অনুশীলন করেছে অল রেডবাহিনী।

যেখানে দলের সঙ্গে যোগ দিয়েছে নতুন চুক্তিবদ্ধ ফুটবলাররাও। যদিও গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং ছিল আর্না স্লটের শিষ্যদের। তবুও হংকংয়ে সমর্থকদের জয় উপহার দিতে চায় লিভারপুল। কাই তাক স্পোর্টস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

এদিকে প্রাক মৌসুম ম্যাচ খেলেছে না পিএসজি। এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করছে প্যারিসিয়ানরা।

প্রথম দেখায় মনে হতে পারে কোনো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতেই সমর্থকদের এত আগ্রহ। গ্যালারিতে জায়গা নেই তিল পরিমাণও। তবে না, এটা কোনো ম্যাচের দৃশ্যপট নয়। প্রাক মৌসুম ম্যাচ খেলতে হংকংয়ের মাঠে লিভারপুল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের অনুশীলন দেখতেই কাই তাক স্পোর্টস অ্যারেনার গ্যালারিতে জড়ো হোন হাজারো সমর্থক। এর আগে এসি মিলানের ম্যাচেও বিপুল সমর্থক ছিল স্টেডিয়ামে।

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটছে ইউরোপিয়ান ক্লাবগুলো। আর এতে সমর্থকরাও সুযোগ পায় প্রিয় ফুটবলারদের এক নজর দেখার। শনিবার হংকংয়ের কাই তাক স্পোর্টস অ্যারেনায় এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। হাইভোল্টেজ ম্যাচের আগে সমর্থকদের সামনেই প্রস্তুতি সেরেছে অলরেড।

গত প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলে লিভারপুল। পুরো আসরে মাত্র ৪ ম্যাচ হেরে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে আর্না স্লটের দল। তবে চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্য সহায় হয়নি লিভারপুলের। পিএসজির সঙ্গে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে টাইব্রেকারে হেরে ছিটকে যায় মোহাম্মদ সালাহরা। তবে এ সব নিয়ে ভাবতে চায় না ইপিএল চ্যাম্পিয়নরা। নিজেদের আরও প্রস্তুত করে নতুন মৌসুমের মিশনে নামতে চায় তারা। হংকংয়ে সমর্থকদের জয় উপহার দিতে চায় লিভারপুল। তবে অনুশীলনে গরম আবহাওয়ার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। ম্যাচেও যা ভোগাতে পারে অলরেডদের।

নিজেদের প্রস্তুতির বিষয়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক বলেন, ‘আমরা নতুন করে শুরু করতে চাই। দলের সবাই নিজেদের প্রস্তুত করতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমরা জানি এটা মোটেও সহজ নয়। তবে আমরা কাজ শুরু করেছি। এখানে গরম তুলনামূলক বেশি। তাই অনুশীলন অনেকটাই কঠিন। তবে এখানে অনেক দর্শক দেখে ভালো লাগছে। তারা যেভাবে ভালোবাসা দেখাচ্ছে তা প্রসংশার দাবিদার।’

প্রাক মৌসুম ম্যাচের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন এবারের দলবদলে নতুন সাইনিংরাও। দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ফ্লোরিয়ান উইর্টজ, জেরেমি ফ্রিম্পং ও মিলোস কেরকেজরাও। অনুশীলনে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন নতুনরা।

জেরেমি ফ্রিম্পং বলেন, ‘এখানে এসেছি বেশি সময় হয়নি। তবুও সবার সঙ্গে ভালো সময় কাটছে। সবাই বিশ্বমানের খেলোয়াড়। আমি এবং সবাই জয়ের জন্যই ফুটবল খেলি। আমরা ভবিষ্যতে আরও শিরোপা জিততে চাই।’
এখন পর্যন্ত সব আসর মিলিয়ে ৮ বার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে ৬ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। আর ১ ম্যাচ জিতেছে এসি মিলান।

এদিকে সদ্য সমাপ্ত মৌসুটা যেন নিজেদের করে নিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ৪টি শিরোপা ঘরে তুলেছে তারা। সব টুর্নামেন্ট খেলার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি প্যারিসিয়ানরা। তাই আপাতত প্রাক মৌসুম ম্যাচ খেলা হচ্ছে না তাদের। তবে এখনও প্রথম বারের মতো ইউসিএল শিরোপা জয়ের আনন্দ শেষ হচ্ছে না পিএসজির। পার্ক দে প্রিন্সে স্বপ্নের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিয়েছে সমর্থকদের।

এফপি/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ চেয়ে কুয়ালালামপুরে বিরোধী জোটের বিক্ষোভ Jul 26, 2025
img
'ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের দোকান দিবো' বললেন মনিরা মিঠু Jul 26, 2025
img
‘বারসাত’ সিনেমা নিয়ে সুনীলের মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে Jul 26, 2025
img
‘ওয়ার ২’ দিয়ে গোয়েন্দা চরিত্রে আলিয়া ভাট! Jul 26, 2025
img
শুটিং সেটে অক্ষয়ের কাণ্ডকারখানায় হেসেই শেষ নিমৃত Jul 26, 2025
img
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ট্যুরিজম ব্যবসায় ধস Jul 26, 2025
img
কোন শর্তে দেবের সঙ্গে কাজ করতে রাজি অভিনেত্রী শুভশ্রী? Jul 26, 2025
img
এবার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এর মঞ্চে অভিনেত্রী মনামী! Jul 26, 2025
img
কাঠমাণ্ডুর দুর্ঘটনায় ইউএস-বাংলার বিরুদ্ধে নজিরবিহীন রায় দিল নেপালের আদালত Jul 26, 2025
img
অশালীনতার বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কঙ্গনা Jul 26, 2025
img
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 26, 2025
img
আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’, ফের থ্রিলার সিনেমায় ঋতুপর্ণা! Jul 26, 2025
img
বিমান দুর্ঘটনা : না ফেরার দেশে অফিস সহকারী মাসুমা Jul 26, 2025
img
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে নিহত বেড়ে ৩২, Jul 26, 2025
img
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি Jul 26, 2025
img
বালাকৃষ্ণ ফিরছেন ‘অখণ্ড ২’-এ, জঙ্গলে চলছে দুর্দান্ত অ্যাকশন Jul 26, 2025
img
গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ হওয়া উচিত: কিয়ার স্টারমার Jul 26, 2025
img
ট্যাক্সিচালক হিসেবেই বাকি জীবন কাটাতে চান ‘পুষ্পা টু’র ফাহাদ ফাসিল Jul 26, 2025
img
গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার Jul 26, 2025
img
মৃগয়া’র পর অভিরূপ ঘোষের নতুন পারিবারিক সিনেমায় আবির-প্রিয়াঙ্কা! Jul 26, 2025