সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউনাইটেড এফসি নতুন কোচ হিসেবে ইতালির সাবেক ফুটবল তারকা আন্দ্রে পিরলোর নিয়োগের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ৪৬ বছর বয়সী পিরলোকে দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুবাই ইউনাইটেড নামে পরিচিত এই ক্লাবের সঙ্গে পিরলো দুই বছরের চুক্তি করেছেন। ইউনাইটেড এফসির সভাপতি ইলি সেবানু এই নিয়োগ নিয়ে বলেন, ‘আমরা পিরলোকে ইউনাইটেড এফসি পরিবারে স্বাগত জানাতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
পিরলো ২০০৬ সালে ইতালি বিশ্বকাপ জয়ের সময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৭ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি জুভেন্টাস, তুরস্কের ফাতিহ কারাগুমরুক এবং সর্বশেষ ইতালির সাম্পদোরিয়া ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের আগস্টে সাম্পদোরিয়ার দায়িত্ব ছাড়ার পর প্রায় ১১ মাস কোচিং থেকে দূরে ছিলেন পিরলো। এবার তিনি ইউনাইটেড এফসির দায়িত্ব নিয়ে আবার কোচিংয়ে ফিরছেন।
এমআর