বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে পারফর্ম করায় গত বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করেনি বিসিবি। সর্বশেষ বিপিএলে দারুণ পারফরম্যান্স করেছিলেন সাইফউদ্দিন। ১১ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও পারফরম্যান্স করে শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন এই পেস বোলিং অলরাউন্ডার।
খেলেছেন সর্বশেষ পাকিস্তান সিরিজেও। তার ফেরার পথটা সহজ করে দিয়েছেন মূলত অধিনায়ক লিটন দাস। দায়িত্ব পেয়েই একদিন সাইফউদ্দিনকে ফোন করে বলেছিলেন, তুই আমার দলের মেইন প্লেয়ার, সেভাবে নিজেকে প্রস্তুত কর।
সাইফউদ্দিন বলেন, প্রথমত, ধন্যবাদ প্রাপ্য লিটন কুমার দাসের। আমি তার সাথে আবাহনীর হয়ে অনেকদিন ধরে খেলেছি। এক মাস আগেও আমি জানতাম না যে আমি জাতীয় দলে খেলবো। এ রকম কোনো স্বপ্নই ছিল না।
বেশ কিছুদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতায় ভুগছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবকে দিয়েও চেষ্টা করা হচ্ছে। ব্যাটে-বলে সাইফউদ্দিনের সামর্থ্যই সবচেয়ে কার্যকরী বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।
আর তাতেই পাকিস্তানের বিপক্ষে একশর বেশি করতে পারে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচে ৩ উইকেট ও পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে এক উইকেটও শিকার করেছেন তিনি। সব মিলিয়ে ব্যাটে-বলে নিজের সর্বোচ্চটা দেয়ার প্রতিজ্ঞা করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সাইফউদ্দিন বলেন, অবশ্যই, আমি তার কথাটা রাখার চেষ্টা করব। যখনই সুযোগ পাব, ব্যাটিং এবং বোলিং দুটোতেই ভালো খেলার চেষ্টা করব। ইনশাআল্লাহ, তিনি (লিটন) যে বিশ্বাস আমার ওপর রেখেছে, আমি তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
কেএন/টিএ