ভারতের লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ব্যঙ্গ করেছেন এবং তার জনসমক্ষে থাকা ভাবমূর্তি ‘শো’ বা প্রদর্শনাত্মক বলে দাবি করে করেছেন।
একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে রাহুল গান্ধী যখন প্রশ্ন করেন, ‘রাজনীতিতে আসল সমস্যা কী?’, এক শ্রোতা মোদির নাম উচ্চারণ করলে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি ভয়ঙ্কর নন। মিডিয়া বিষয়টিকে অতিরঞ্জিত করেছে- আমি তাকে দেখেছি। পুরোটাই শোম্যানশিপ, এর কোনো মর্মার্থ নেই।’
এছাড়া, রাহুল গান্ধী মোদিকে ‘প্রচারণার জন্য বিখ্যাত’ উল্লেখ করে জানান, প্রকৃত অর্থনৈতিক সমাধান দেওয়ার বদলে তিনি ‘কৌতূহলোদ্দীপক স্লোগান’ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। গত মাসে ‘মেক ইন ইন্ডিয়া’সহ একাধিক প্রকল্পের ব্যর্থতার কথা তুলে ধরে রাহুল এ কথা বলেন।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি ইন্দিরা গান্ধীর ৪৮ বছর পুরনো রেকর্ড ছাড়িয়ে ভারতের দ্বিতীয় দীর্ঘকালীন প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়েছেন। টানা ৪,০৭৮ দিন প্রধানমন্ত্রী থেকে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ইন্দিরা গান্ধী ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
বিজেপির নেতা সুধাংশু ত্রিবেদী বলেন, ‘জনতার ভোটেই প্রধানমন্ত্রী মোদী দেশের দ্বিতীয় দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হয়েছেন। যখন পণ্ডিত জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন, তখন সেটি ছিল সময়ের পরিস্থিতির ফল। কিন্তু মোদী এই রেকর্ড জনগণের ম্যান্ডেটে অর্জন করেছেন।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
কেএন/টিএ