‘অর্জুন রেড্ডি’ ও ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার মুগ্ধ ‘কিংডম’-এ। সিনেমাটি এখনও চূড়ান্ত পোস্ট-প্রোডাকশন শেষ করেনি, তার আগেই দেখে ফেলেছেন ভাঙ্গা—আর তা দেখে যেন থমকে গেছেন তিনি!
একান্ত এক আলাপে ‘কিংডম’-এর নায়ক বিজয় দেবরাকোন্ডা ও পরিচালক গৌতম তিন্নানুরি’র সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন সন্দীপ। অকপটে বলেন, “তুই সুপারহিট বানিয়ে ফেলেছিস, ভাই!”
তিনি জানান, ‘কিংডম’-এর কাহিনি এগিয়েছে একাধিক টাইমলাইনের ভেতর দিয়ে—এই বিন্যাসে গল্প বলাটা যেমন সাহসী, তেমনই দর্শকদের জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা। সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে অনিরুদ্ধ রবিচন্দরের আবেগঘন ও শক্তিশালী সংগীত, বলেও মন্তব্য করেন ভাঙ্গা।
একজন শীর্ষস্থানীয় নির্মাতার মুখে এমন উচ্ছ্বসিত প্রশংসা—এতে বোঝাই যাচ্ছে, ‘কিংডম’ হতে চলেছে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা।
এফপি/ টিএ