১ লাখ ৮৩ হাজার অভিবাসীর পায়ে নজরদারির শেকল পরাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অল্টারনেটিভস টু ডিটেনশন- এটিডি পোগ্রামের আওতায় থাকা অভিবাসীদের পায়ে জিপিএস মনিটর যুক্ত করার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি আইসের অভ্যন্তরীণ একটি মেমোতে এই নির্দেশনা দেওয়া হয়। ৯ জুন অনুমোদিত ওই মেমো অনুযায়ী, এখন থেকে এটিডি প্রোগ্রামে থাকা প্রত্যেক অভিবাসীর গোড়ালিতে জিপিএস মনিটর লাগাতে হবে।

বর্তমানে এ কর্মসূচিতে নথিভুক্ত প্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ ৮৩ হাজার।

এদের মধ্যে মাত্র ২৪ হাজার জনের পায়ে জিপিএস মনিটর রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এই সংখ্যা বহুগুণ বাড়বে।

আইসের এমন পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিবাসী অধিকারকর্মী ও আইনজীবীরা। তাদের অভিযোগ, এই কালো ভারী মনিটর শারীরিকভাবে অস্বস্তিকর ও অপমানজনক।
এটি অভিবাসীদের সামাজিকভাবে হেয় করছে, এমনকি তাদের গোপনীয়তাও লঙ্ঘিত হচ্ছে বলে দাবি তাদের।

আইনজীবীরা বলছেন, মনিটর পরতে বাধ্য হওয়া অনেক অভিবাসীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই, এমনকি আদালতের শুনানিতে হাজির না হওয়ার ইতিহাসও নেই।

আইসের মুখপাত্র এমিলি কোভিংটন বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জানিয়েছেন, সংস্থা অভিবাসন আইন বাস্তবায়নের স্বার্থে জিপিএস মনিটরকে একটি ‘কার্যকর হাতিয়ার’ হিসেবে দেখছে। তার ভাষায়, ‘এটি জবাবদিহিতার জন্য নতুন কিছু নয়।

বর্তমানে এই মনিটরিং প্রোগ্রাম পরিচালনা করছে জিও গ্রুপের সহযোগী সংস্থা বিআই ইনকর্পোরেটেড। উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্পের ২০২৪ সালের প্রচার ও উদ্বোধন কমিটিতে জিও গ্রুপ ১৫ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে।

তবে আইসের চাহিদা মেটাতে বিআই এককভাবে সক্ষম নাও হতে পারে। তাই সংস্থাটি অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন এ বিষয়ে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

নতুন নির্দেশনার পর যুক্তরাষ্ট্রজুড়ে আইস অফিসগুলোতে অভিবাসীদের চাপ বেড়েছে।

সম্প্রতি ভার্জিনিয়ায় আইসের একটি ফিল্ড অফিসে দেখা গেছে, প্রায় ৫০ জন অভিবাসী জিপিএস ডিভাইস পরার অপেক্ষায় ছিলেন।

আইসের এক কর্মকর্তার বরাতে এক ইমিগ্রেশন আইনজীবী জানান, উপস্থিত সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়- ‘হয় মনিটর পরুন, নয়তো আটকে থাকুন।’

আইসের তথ্য অনুযায়ী, বেশির ভাগ অননুমোদিত অভিবাসীর আদালতে শুনানিতে অংশ নিতে হয় অথবা মামলার নিষ্পত্তির আগে মাঠ পর্যায়ের অফিসে নিয়মিত চেক-ইন করতে হয়।
তবে এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৩ শতাংশ মুক্ত অবস্থায় থাকা অভিবাসী তাদের সব আদালত শুনানিতে উপস্থিত ছিলেন।

এটিডি প্রোগ্রামের আওতায় থাকা অভিবাসীরা সাধারণত অ্যাপ ব্যবহার করে ভার্চুয়ালি চেক-ইন করেন অথবা সরাসরি কেস ম্যানেজারের সঙ্গে দেখা করেন। পায়ের মনিটর এখনও সীমিত সংখ্যক অভিবাসীর জন্য বাধ্যতামূলক।

তবে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগে এই সংখ্যা দ্রুত বাড়ছে। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত নতুন করে ৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে মনিটর পরতে বাধ্য করা হয়েছে।

কলোরাডোর বোল্ডারে বিআইয়ের কারখানায় তৈরি এই ডিভাইসগুলোর ওজন প্রায় ছয় আউন্স, অর্থাৎ একটি আইফোনের সমান। এগুলো দীর্ঘ সময় পরার ফলে অনেকের গোড়ালিতে ক্ষত বা চর্মরোগ দেখা দিচ্ছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ Sep 14, 2025
img

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ Sep 14, 2025
img
কাতারে হামলায় মার্কিন-তেলআবিব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না: যুক্তরাষ্ট্র Sep 14, 2025
img
ডাকসুতে শিবির প্যানেল ৫ মাসে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে: শিবির সেক্রেটারি Sep 14, 2025
img
টপঅর্ডারের ব্যর্থতায় বড় হারের স্বীকার বাংলাদেশ: জাকের Sep 14, 2025
img
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৬২ ফিলিস্তিনি নিহত, গৃহহীন ৬ হাজার Sep 14, 2025
img
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে অফিস-আদালত অবরোধ কর্মসূচি Sep 14, 2025
img
ন্যাটো দেশগুলো তেল কেনা বন্ধ করলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প Sep 14, 2025
img
নেপালে নতুন রাজনৈতিক সংকট, পার্লামেন্ট পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর Sep 14, 2025
img
বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৩২তম Sep 14, 2025
img
তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু Sep 14, 2025
img
চাকসু নির্বাচনে ডোপ টেস্টে পজিটিভ হলে বাতিল প্রার্থীতা Sep 14, 2025
img
জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 14, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Sep 14, 2025
img
বাংলাদেশের ম্যাচ হারার ব্যাখ্যা দিলেন লিটন Sep 14, 2025
img
মার্কিন বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানি Sep 14, 2025
img
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আজ, সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা Sep 14, 2025
img
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা ইউক্রেনের Sep 14, 2025
img
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা Sep 14, 2025
img
লন্ডনে অভিবাসনবিরোধী লাখো মানুষের বিক্ষোভ Sep 14, 2025