বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের মতো একটি নির্মম দল পৃথিবীর ইতিহাসে আসেনি। তারা বিরোধী দলকে দমন করতে হিটলারের নাৎসি পার্টিকেও হার মানিয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ নরহত্যা চালিয়ে গদিতে টিকে ছিল। জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে বিশ্বব্যাপী প্রকাশ হয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করেছে।
বিএনপির এই নেতা বলেন, এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আহত হয়েছি, জীবন বিসর্জন দিতে গিয়েছি? অথচ শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ঘোষণা করেছিলেন। পরে তার কন্যা শেখ হাসিনা ইতিহাসের সকল নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছেন। অবশেষে আল্লাহর গজব নেমেছে। তিনি কিভাবে হেলিকপ্টারে উঠেছেন, সেই দৃশ্য জাতি দেখেছে। কিন্তু শেখ পরিবারের একটা সদস্যও ধরা পড়েনি, সবাইকে তিনি দুদিন আগে বিদেশে পার করে দিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের মতো মহান নেতার দল করি। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে ধরে পুলিশে দেব।
অন্তবর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে- আমরা আশা করেছিলাম দ্রুত নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো মানুষ, তিনি নির্বাচন দিতে চান। কিন্তু কিছু উপদেষ্টা তাকে ভুল বুঝাচ্ছেন। আশা করি শিগগিরই নির্বাচন হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ. ক. ম. কুদ্দুসুর রহমান। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওমর আসাদ রিন্টু।
কেএন/টিকে