কর্মভিসায় সৌদি আরবে আসছে বড় পরিবর্তন, সহজেই পাবেন যারা

নিজেদের কর্মভিসায় ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটি এখন থেকে দক্ষতার ভিত্তিতে কর্মভিসা দেবে। এরমাধ্যমে বিদেশি কর্মীদের জন্য দেশটিতে কাজের সুযোগ আরও সহজ এবং বিস্তর হবে।

এই নতুন ভিসা পদ্ধতিতে বিদেশি কর্মীদের তাদের দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের ভিত্তিতে তিনটি প্রধান ধাপে ভাগ করা হয়েছে।

উচ্চ-দক্ষ: এই ধাপে সাধারণত উচ্চশিক্ষিত পেশাদার যেমন— প্রকৌশলী, ডাক্তার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চপদে কর্মরত ব্যবস্থাপকরা পড়েন। এক্ষেত্রে শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার মতো বিষয়গুলো বিবেচনা করা হবে। এছাড়া ভিসা পেতে পয়েন্ট ভিত্তিক একটি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে।

দক্ষ: এই ধাপে হিসাবরক্ষক, বিক্রয় কর্মী, কারিগর এবং যন্ত্র পরিচালকরা অন্তর্ভুক্ত। এক্ষেত্রে কিছু অভিজ্ঞতা এবং যোগ্যতা প্রয়োজন হবে। কিন্তু তাদের কোনো পয়েন্ট ভিত্তিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে না। 

সাধারণ: এ ধাপে মূলত শ্রমিক এবং সহায়ক কাজগুলো পড়বে। তাদের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতার কথা উল্লেখ করা হয়নি। তবে এই স্তরে যারা আবেদন করবেন তাদের বয়স ৬০ বছরের বেশি হওয়া যাবে না।

সৌদির জাতীয় পেশা শ্রেণীবিভাগ পদ্ধতি অনুসরণ করে নতুন ভিসা পদ্ধতি করা হয়ছে ।

যারা উপকৃত হবেন

নতুন এই পদ্ধতি দক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবে কাজের সুযোগ বহুগুণে বাড়াবে। আপনি যদি নির্দিষ্ট কোনো খাতে দক্ষ হন, তাহলে আপনার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে। এছাড়া এ পদ্ধতিতে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পেশাদারী দক্ষতার সঠিক মূল্যায়ন হবে। সঙ্গে অদক্ষ কর্মীদের তুলনায় দক্ষ কর্মীরা স্বাভাবিকভাবেই ভালো বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া ও আপনার যেসব কাগজপত্র লাগবে

সৌদি আরবে দক্ষতা-ভিত্তিক কর্মভিসার জন্য আবেদন করতে সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হয় এবং কিছু নথি প্রয়োজন হয়-

প্রথমে আপনাকে সৌদি আরবের একটি নিবন্ধিত নিয়োগকর্তা থেকে একটি আনুষ্ঠানিক চাকরির প্রস্তাব পেতে হবে। নিয়োগকর্তাই আপনার ভিসার পৃষ্ঠপোষক হবেন।

আপনার নিয়োগকর্তা সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুমোদন চাইবেন।

অনুমোদন পেলে নিয়োগকর্তা আপনাকে একটি ভিসা অনুমোদন স্লিপ পাঠাবেন, যা পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয়।

আপনাকে সৌদি সরকার অনুমোদিত ক্লিনিক থেকে একটি সম্পূর্ণ চিকিৎসা পরীক্ষা করাতে হবে। এতে রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে এবং হেপাটাইটিস, এইচআইভি, যক্ষ্মার মতো রোগ আছে কি না সেটি পরীক্ষা করা হবে।

আপনার সম্পূর্ণ আবেদনপত্র, চিকিৎসা প্রতিবেদন, পাসপোর্ট এবং চাকরির প্রস্তাবপত্র সৌদি দূতাবাস বা কনস্যুলেটে জমা দিতে হবে।

ভিসা পাওয়ার পর সৌদি আরবে পৌঁছানোর ৯০ দিনের মধ্যে আপনার নিয়োগকর্তা আপনাকে ইকামা (বসবাসের অনুমতি) পেতে সহায়তা করবেন। ইকামা ছাড়া সৌদি আরবে কাজ করা অবৈধ।

প্রয়োজনীয় কাগজপত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো:

১। বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে)।

২। রঙিন পাসপোর্ট আকারের ছবি।

৩। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারী দক্ষতার সনদপত্র (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা সত্যায়িত)।

৪। কাজের অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।

৫। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

৬। সম্পূর্ণ ভিসা আবেদন ফর্ম।

৭। ভিসা ফি পরিশোধের প্রমাণ।

গুরুত্বপূর্ণ বিষয়

পৃষ্ঠপোষকতা: সৌদি আরবে কাজ করার জন্য একজন সৌদি-ভিত্তিক পৃষ্ঠপোষক (নিয়োগকর্তা) থাকা বাধ্যতামূলক।

পেশাগত পরীক্ষা: কিছু নির্দিষ্ট পেশার জন্য “পেশাগত যাচাইকরণ কার্যক্রম” বা “দক্ষতা যাচাইকরণ কার্যক্রম”-এর অধীনে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। এর মাধ্যমে আপনার দক্ষতা যাচাই করা হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে আমরা কিছু করতে যাচ্ছি, যেভাবেই হোক এটি আমাদের চাই: ট্রাম্প Jan 10, 2026
img
আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইসহ আহত ২ Jan 10, 2026
জাতীয় সরকার প্রশ্নে বিএনপি-জামায়াত কোন পথে? Jan 10, 2026
এবার মেক্সিকোতে হামলার পরিকল্পনা ট্রাম্পের Jan 10, 2026
তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীর আলহামদুলিল্লাহ পাঠ Jan 10, 2026
পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাবে লভিভে আঘাত হেনেছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র Jan 10, 2026
মাচাদোর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন ট্রাম্প Jan 10, 2026
বেগম জিয়া সম্ভবত আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন: আইন উপদেষ্টা Jan 10, 2026
হা-দি ও স্বেচ্ছাসেবকদল নেতার ঘটনায় ইশরাকের মন্তব্য! Jan 10, 2026
যেভাবে দোয়া করলে কবুল হয় Jan 10, 2026
তেলের চেয়েও বড় চমক নিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রে ভেনেজুয়েলা Jan 10, 2026
তামিমকে ভারতীয় দা-লা-ল বললেন বিসিবি পরিচালক Jan 10, 2026
খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান Jan 10, 2026
নতুন সিজনে দর্শকের জন্য হাসি আর চমক Jan 10, 2026
img
ইরান সরকারের জন্য নতুন সতর্কবার্তা ট্রাম্পের Jan 10, 2026
বিসিবি পরিচালকের পোস্টে তোলপাড় দেশের ক্রিকেট Jan 10, 2026
img
বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি: ড. জিয়াউদ্দিন হায়দার Jan 10, 2026
img
রাশিয়া ও ভেনেজুয়েলার ২ তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের Jan 10, 2026
img
কুড়িগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার Jan 10, 2026
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর Jan 10, 2026