সমাজমাধ্যমে যাঁরা সক্রিয়, তাঁদের কাছে পরিচিত এক নাম— অনিরুদ্ধাচার্য, যিনি নেটদুনিয়ায় ‘পুকি বাবা’ নামেও জনপ্রিয়। নানা সময় বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থেকেছেন তিনি। এবার এক ধর্মীয় সভায় নারীদের ‘সহবাস অভিজ্ঞতা’ নিয়ে মন্তব্য করে রোষের মুখে পড়লেন। আর তাঁর বিরুদ্ধেই এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী দিশা পটানির দিদি খুশবু পটানি।
প্রাক্তন সেনা আধিকারিক খুশবু নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। সম্প্রতি অনিরুদ্ধাচার্য এক ধর্মীয় সভায় বলেন, বর্তমান যুগে ২৫ বছরের আশেপাশের মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে চান পুরুষেরা। অথচ, এই বয়সে মহিলারা নাকি চার-পাঁচজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই মন্তব্যই তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
খুশবু পটানি রেগে গিয়ে সরাসরি বলেন, ‘‘এই লোকটা আমার সামনে থাকলে আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। সমাজের যত নপুংসকেরা আছে, তারাই এই লোকটাকে অনুসরণ করে।’’ তিনি আরও বলেন, এমন মন্তব্য শুধু নারীবিদ্বেষ নয়, বরং সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টাও।
অনিরুদ্ধাচার্যকে ‘নপুংসক’, ‘নারীবিদ্বেষী’ এবং ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তোপ দাগেন খুশবু। তাঁর মতে, এই ধরনের কথায় নারীদের অপমান করা হয়, সমাজে বিভ্রান্তি তৈরি হয়, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনায় খুশবুর পাশে দাঁড়িয়েছেন অসংখ্য নেটনাগরিক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে #IStandWithKhushboo ট্রেন্ড। অনেকেই বলছেন, এমন স্পষ্ট প্রতিবাদ জরুরি ছিল। অন্যদিকে, ‘পুকি বাবা’ নামে পরিচিত অনিরুদ্ধাচার্যের মন্তব্য ঘিরে চলছে সমালোচনার ঝড়।
প্রসঙ্গত, কিছু মাস আগেও খবরের শিরোনামে ছিলেন খুশবু পটানি। বরেলীর নিজের বাড়ির কাছে এক পরিত্যক্ত নবজাতিকা শিশুকন্যাকে উদ্ধার করে সমাজের নজরে এসেছিলেন তিনি। সেই ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছিল।
নিজের কাজ এবং মত প্রকাশে বরাবরই স্পষ্টভাষী খুশবু। এবারও তিনি প্রমাণ করলেন, নারীদের সম্মান নিয়ে আপস নয়।
এসএন