‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ আর ‘অ্যানিম্যাল’-এর মতো ঝাঁঝালো আর আবেগে মোড়া ছবি বানিয়ে ইতিমধ্যেই বলিউডে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছেন পরিচালক সানদীপ রেড্ডি ভাঙ্গা। তবে এবার তিনি একেবারে ভিন্ন এক ঘরানায় ছবি বানাতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙ্গা জানালেন, তাঁর স্বপ্ন ‘মহানতি’-র মতো ছবি বানানো—যেখানে থাকবে সংবেদন, ইতিহাস আর অনবদ্য নারীকেন্দ্রিক কাহিনি।
২০১৮ সালে পরিচালক নাগ অশ্বিনের হাত ধরে তৈরি হয়েছিল ‘মহানতি’। কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রির জীবনীভিত্তিক এই ছবি জয় করেছিল দর্শক-সমালোচক সবার মন। আবেগ আর ইতিহাসের অপূর্ব মেলবন্ধনে তৈরি সেই ছবি যে ভাঙ্গাকে গভীরভাবে প্রভাবিত করেছে, তা স্পষ্ট তাঁর কথায়।
তবে প্রশ্ন উঠছে—তীব্র আবেগ, রগরগে ড্রামা আর স্টাইলিশ উপস্থাপনায় যিনি সিদ্ধহস্ত, তিনি কি পারবেন এক কোমল, সূক্ষ্ম, আর ঐতিহাসিক গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে? কারণ ‘মহানতি’-র মতো ছবি বানাতে লাগে সময়, ধৈর্য, আর সূক্ষ্ম আবেগের সূক্ষ্ম চিত্রায়ন।
বিশেষজ্ঞদের মতে, যদি ভাঙ্গা সত্যিই এমন একটা ছবিতে হাত দেন, তাহলে সেটা হবে তাঁর ক্যারিয়ারের এক সাহসী মোড়। আর ঠিকভাবে যদি সেই গল্প তুলে ধরতে পারেন, তাহলে ‘অ্যানিম্যাল’ বা ‘কবীর সিং’-এর তুলনায় হয়তো আরও গভীর, আরও মানবিক এক পরিচালক রূপে ধরা দেবেন তিনি।
ফলে এখন দেখার, সানদীপ রেড্ডি ভাঙ্গার এই নতুন সিনেমাটিক যাত্রা আদৌ শুরু হয় কি না। শুরু হলে, সেটাই হতে পারে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ… আর সম্ভাব্যত সবচেয়ে মূল্যবান জয়।
এসএন