টানা দুই বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন গ্রানিত জাকা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। বুধবার (৩০ জুলাই) তিন বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ক্লাবটি।
গতবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে হয়েছে সান্ডারল্যান্ডকে। সেখান থেকে এবার প্রিমিয়ার লিগে উঠে আসে ক্লাবটি। সংবাদমাধ্যমের খবর, সুইস মিডফিল্ডার জাকাকে পেতে সান্ডারল্যান্ড খরচ করেছে ৭৩ লাখ পাউন্ড।
এর আগে ইংলিশ ক্লাব আর্সেনালে ৭ বছর কাটিয়ে ২০২৩ সালে লেভারকুসেনে যোগ দেন জাকা। সেখানে অভিষেক মৌসুমেই ক্লাবটির প্রথম বুন্দেসলিগা জয়ে ভূমিকা রাখেন তিনি। ওই মৌসুমে ইউরোপা লিগেও উঠেছিল লেভারকুসেন।
তবে গত মৌসুমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি জার্মানির এই ক্লাবটি। লিগে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে অনেক ব্যবধানে পিছিয়ে ছিল তারা। ফলে রানার্সআপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল।
প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ২২৫ ম্যাচ খেলেছেন জাকা। জিতেছিলেন দুটি এফএ কাপ। আগামী ১৬ আগস্ট ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের যাত্রা শুরু করবে সান্ডারল্যান্ড।
এমকে/টিএ