গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম(৩৫) নাম আরএফএলের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত কামরুল ইসলাম আরএফএলের জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদরের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, শনিবার ভোরে সিলেট থেকে বাসে এসে টঙ্গী কলেজ গেইটে নামেন কামরুল ইসলাম। এক আত্মীয়র বাসায় যাবার পথে তার পথ আটকায় এক দল ছিনতাইকারী। তার মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেয় কামরুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে একাধিক বার ছুরিকাঘাতে করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ছিনতাইকারীর হাতে এ ঘটনা ঘটেছে নাকি পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই কলেজ গেইট ও হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে অনেকেই তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও আহত নিহত হয়েছেন।
টাইমস/এসআই