রঙিন লুডু বোর্ড থেকে অনুপ্রাণিত পোশাকে নজর কাড়লেন কীর্তি সুরেশ। উজ্জ্বল রঙের ব্লক প্রিন্টে ভরপুর এই পোশাক তার আগের যেকোনো লুক থেকে আলাদা করে তুলেছে। খেলাধুলা ও উচ্ছলতার ছোঁয়া যেন পোশাকের প্রতিটি অংশে ফুটে উঠেছে, যা কীর্তির স্টাইলকে দিয়েছে এক নতুন মাত্রা।
অভিনেত্রী লুকটি রেখেছেন সহজ অথচ মার্জিত। চুল বাধা, কানে সোনার হুপ দুল, আর হালকা মেকআপ—সব মিলিয়ে পোশাকটিই হয়ে উঠেছে মূল আকর্ষণ।
আর যে বিষয়টি পুরো সাজকে সম্পূর্ণ করেছে তা হলো কীর্তির স্বতঃস্ফূর্ত ভঙ্গি ও প্রাকৃতিক হাসি।
তার এই স্বতঃস্ফূর্ত ও সহজ লুক প্রমাণ করে, ফ্যাশন কখনো কখনো সবচেয়ে সুন্দর হয় তখনই যখন সেটি সহজ ও বাস্তব থাকে।
ইউটি/টিএ