কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ক্যারিবীয়ানরা। সিরিজের প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিকরা।
লডারহিলে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় সফরকারী পাকিস্তান। জবাবে শেষ দিকে লড়াই করেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার খেলে ৭ উইকেটে ১৬৪ রানে থামে তাদের ইনিংস। তাতে ১৪ রানের জয় দিয়ে সিরিজ শুরু করল সালমান আঘার দল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ফিফটির উপর ভর করে চ্যালেঞ্জিং এক পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন আইয়ুব। এছাড়াও ফখর জামানের ২৮ এবং হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ২৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও, একটি করে উইকেট পেয়েছেন জেসন হোল্ডার, আকেল হোসেন এবং রোমারিও শেফার্ড।
১৭৯ রানের জবাবটা দারুণভাবেই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট জুটি থেকেই আসে ৭২ রান। তবে মোহাম্মদ নওয়াজের একটি ওভারই সবকিছু ওলটপালট করে ফেলে। ১২তম ওভারের প্রথম বলে ৩৫ রান করা জুয়েল অ্যান্ড্রুকে ফেরান তিনি। একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নেন যথাক্রমে জনসন চার্লস ও গুতাকেশ মোতির উইকেট।
এরপর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যদিও শেষ দিকে শামার জোসেফ ও জেসন হোল্ডার ভালোই লড়েছেন। তবে তা যথেষ্ট ছিল না। হোল্ডার ১২ বলে ৩০ এবং শামার জোসেফ ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।
মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ২০ রানে ২ উইকেট পেয়েছেন সাইম আইয়ুব। একটি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম। ব্যাট হাতে ৫৭ এবং বল হাতে ২ উইকেট পাওয়ায় ম্যাচ সেরা হয়েছেন সাইম আইয়ুব। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ আগস্ট।
এসএন