দক্ষিণ ভারতীয় অভিনেতা আদিভি শেশ যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন। হাতে একের পর এক বড় প্রকল্প, তবুও ভক্তদের জন্য তিনি দিয়েছেন আশ্বাস- প্রতীক্ষিত গুপ্তচরভিত্তিক ছবি ‘গুডাচারি’-র সিক্যুয়েল, অর্থাৎ ‘জি২’, ২০২৬ সালেই মুক্তি পাবে।
এখনও ব্যস্ত রয়েছেন তার প্যান- ইন্ডিয়া লাভ- অ্যাকশন ড্রামা ‘ডাকয়েত’- এর শুটিংয়ে। ছবিটি মুক্তির জন্য ঠিক করা হয়েছে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। এর মাঝেই ‘জি২’- এর কাজও সমান তালে এগিয়ে চলেছে। আদিভি শেশ জানিয়েছেন, এবার আর দীর্ঘ বিরতি নয়; ধারাবাহিকভাবে ছবিগুলো মুক্তি দিতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
‘জি২’-তে থাকছে দমদার স্পাই অ্যাকশন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা ইমরান হাশমিকে। নায়িকা চরিত্রে আছেন ওয়ামিকা গাব্বি। ছবির প্রতিটি ধাপে শেশের সূক্ষ্ম মনোযোগ এবারও স্পষ্ট। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই আসছে তাঁর রোমাঞ্চকর গুপ্তচর অভিযান।
‘ডাকয়েত’ দিয়ে ২০২৫ শেষ করবেন, আর ‘জি২’ দিয়ে ২০২৬- এর শুরুটা হবে জমজমাট- এ যেন আদিভি শেশের ক্যারিয়ারের এক উত্তেজনাপূর্ণ সময়।
কেএন/টিকে