দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। বহু সুপারস্টারের বিপরীতে অভিনয় করা এই অভিনেত্রী জানালেন, কার সঙ্গে কাজ করতে গিয়ে তিনি কেমন অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন।
পাওয়ান কল্যাণ ও থালাপতি বিজয়ের কথা বলতে গিয়ে শ্রুতি তাদেরকে “সংযত এবং ভদ্র” বলে উল্লেখ করেন। তবে প্রভাসের প্রসঙ্গে এসেই তার কণ্ঠে একরকম আলাদা উচ্ছ্বাস লক্ষ করা যায়। তিনি বলেন, “প্রভাস খুবই সহজ-সরল এবং প্রশান্ত প্রকৃতির। তিনি নিজের তারকাখ্যাতিকে খুব একটা গুরুত্ব দেন না। ভালোবাসার জন্য কৃতজ্ঞ, কিন্তু মাঝে মাঝে ভাবেন, তিনি আদৌ এতটুকু ভালবাসার যোগ্য কিনা। প্রভাস আমার দেখা সবচেয়ে মিষ্টি ও বিনয়ী তারকাদের একজন।”
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘সালার’-এ একসঙ্গে কাজ করেছেন শ্রুতি ও প্রভাস। সেখান থেকেই গড়ে উঠেছে তাদের পেশাগত বন্ধন। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আসছে ‘সালার ২’। ভক্তরা ইতোমধ্যেই এই জুটিকে আবারও বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছে।
এদিকে শ্রুতি হাসান ব্যস্ত সময় পার করছেন তেলেগু ও তামিল দুই ইন্ডাস্ট্রিতেই। তার পরবর্তী সিনেমা ‘কুলি’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট। অভিনয়ের সুবাদে হায়দরাবাদকে এখন নিজের দ্বিতীয় ঘর বলে মানেন তিনি।
কেএন/টিএ