হিট গান আর অনন্য গানের স্টাইলের জন্য যিনি অল্প সময়েই বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করেছেন, সেই জনপ্রিয় র্যাপার ও গায়ক কিং এবার প্রথমবারের মতো পা রাখছেন অভিনয়ের জগতে। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ ‘লুখ্খা’-তে দেখা যাবে তাকে অভিনয় করতে। এ সিরিজটি হবে একটি সঙ্গীত ও অ্যাকশনভিত্তিক কামিং-অব-এজ গল্প, যেখানে তুলে ধরা হবে নতুন প্রজন্মের স্বপ্ন, সংগ্রাম ও আত্মপরিচয়ের খোঁজ।
অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার অরিজিনাল বিভাগের প্রধান নিখিল মাধোক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। যদিও পুরো কাস্ট এখনও প্রকাশ করা হয়নি, এবং মুক্তির দিনক্ষণও গোপন রাখা হয়েছে, তবু ‘লুখ্খা’ এখনই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এই সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন কিং, যিনি তার গানের মাধ্যমে এর আগেও তরুণদের আবেগ আর বিদ্রোহের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন।
এই সিরিজের বিশেষত্ব হলো, এতে থাকবে চটুল গতির দৃশ্য, সঙ্গীতময় আবহ, এবং তরুণ সমাজের জীবনের রঙিন ও কঠিন দিকগুলোর বাস্তব চিত্রায়ন। কিংয়ের সঙ্গীতচরিত্রই এখানে রূপ নেবে পর্দায়, যেখানে বাস্তব ও সিনেমার মধ্যে তৈরি হবে এক মূর্ছনাময় মিশেল।
প্রাইম ভিডিও থেকে জানানো হয়েছে, সিরিজটিতে থাকবে এক ঝাঁক তরুণ ও প্রতিভাবান অভিনেতা, যারা তরুণ প্রজন্মের কণ্ঠ হয়ে উঠবেন। এই সিরিজ শুধু কিং-এর অভিনয় যাত্রার শুরু নয়, বরং এটি হতে যাচ্ছে নতুন ধারার ভারতীয় কনটেন্ট তৈরির এক নতুন অধ্যায়।
কেএন/টিএ