টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় প্রাক্তন স্বামী রোশন সিং নতুন জীবনে পা রেখেছেন। বিয়ে করলেন অনামিকা মৈত্র নামের এক বাঙালি কন্যাকে। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হতেই এই নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।
গত ৩১ জুলাই সাতপাকে বাঁধা পড়েছেন রোশন ও অনামিকা। বিয়ে হয়েছে একেবারে বাঙালি নিয়ম-রীতি মেনে। পাত্র রোশন পাঞ্জাবি হলেও পাত্রী অনামিকা একজন বাঙালি মেয়ে।
বিয়ের দিন অনামিকাকে দেখা গেছে লাল বেনারসী, শোলার মুকুট, লাল ওড়না ও সোনার গয়নায়। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি রীতিতেই সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রোশন।
অনামিকার হাতে থাকা বটুয়ায় লেখা ছিল ‘রোশন-অনামিকা’। যদিও রোশনের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি এখনো সেভাবে দেখা যায়নি, তবে অনামিকা তাঁর মেহেন্দি, গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বিয়ের পর নিজের নামও বদলে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন তিনি অনামিকা সিং।
জানা গেছে, দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে মিডিয়া সায়েন্সে এমএসসি এবং সিম্বোসিস থেকে এমবিএ করেছেন অনামিকা। কলকাতার মেয়ে অনামিকার সঙ্গে রোশনের সম্পর্কের খবর বহুদিন ধরেই টলিপাড়ায় চর্চায় ছিল।
এ বছরের এপ্রিলে রোশন ও শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। এরপরই রোশন ও অনামিকাকে একসঙ্গে বিভিন্ন ছবি ও পোস্টে দেখা যেতে থাকে।
এর আগেও শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিয়ে হয়েছিল চুপিসারে। ২০১৯ সালে চণ্ডীগড়ের এক গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ে করেন তারা। যদিও সে সম্পর্ক টেকেনি বেশি দিন।
বিচ্ছেদের পর রোশন জানিয়েছিলেন, “এক বন্ধন থেকে মুক্তি পেয়েছি, এবার নিজেকে গুছিয়ে নিয়ে নতুন জীবন শুরু করব।” সে কথামতোই জুলাইয়ের শেষে অনামিকাকে বিয়ে করলেন তিনি।
এসএন