বলিউডের গ্ল্যামার দুনিয়ায় প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু কিছু কিছু সম্পর্কের গল্প এতটাই মিথ্যে যে, তার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের জীবন নিয়েই অস্বস্তিতে পড়েন তারকারা। সম্প্রতি তেমনই কিছু ভুয়া প্রেমের গুজব নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তমন্না ভাটিয়া।
বিজয় বর্মার সঙ্গে দীর্ঘ দু’বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তামন্নাকে নিয়ে পুরনো গুঞ্জনগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত— বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক!
এক সাক্ষাৎকারে তামান্নাকে যখন বিরাটের সঙ্গে প্রেমের গুজব নিয়ে প্রশ্ন করা হয়, তখন একরাশ বিরক্তি নিয়ে বলেন, “আমার খুব খারাপ লাগে। কারণ, আমার সঙ্গে বিরাটের আক্ষরিক অর্থে একবারই দেখা হয়েছিল।” অভিনেত্রীর দাবি, ২০১০ সালে একটি বিজ্ঞাপন শুটিংয়ের সময় একমাত্র দেখা হয়েছিল বিরাট কোহলির সঙ্গে। তাঁর ভাষায়, “ওই শুটিং-এর পর আর কখনও ওর সঙ্গে দেখা হয়নি। না আমি ওর সঙ্গে কথা বলেছি, না ও আমার সঙ্গে কথা বলেছে।”
এতেই শেষ নয়। পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাকের সঙ্গেও তার নাম জড়িয়ে রটে গিয়েছিল গোপনে বিয়ের গল্প! এই প্রসঙ্গে প্রশ্ন শুনে তমন্না হেসে বলেন, “সত্যিই নেটপাড়া খুব মজার। দাবি ছিল, আমি নাকি আবদুল রজ্জাককে বিয়েও করে ফেলেছি।” তারপর ক্যামেরার দিকে তাকিয়ে হাতজোড় করে বলেন, “আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনার তো দু’-তিনজন সন্তান আছে! আমি জানিও না আপনার জীবনটা কেমন। খুবই অস্বস্তিকর বিষয়।”
এই সব গুঞ্জন নিয়ে তমন্না বলেন, “সত্যিই খুব অদ্ভুত লাগে। কোনও যোগ ছাড়াই মানুষ এই সব সম্পর্কের গল্প তৈরি করে দেয়। কিন্তু এখানে সত্যিই কিছু করার নেই। মানুষের যা ভাবার, তাই ভাববে। সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না।”
এসএন