ইউনূস সরকারের প্রতি মানুষের যে ভালোবাসা ও বিশ্বাস ছিল তা রিভার্স হয়ে গেছে : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর ১২টি মাস চলে গেছে। এই ১২টি মাসে তিনি যে কথাগুলো বলেছেন, যে আশ্বাসগুলো দিয়েছেন এবং তার সরকারের কর্মকাণ্ডের যে বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন, তা জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি। তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আগ্রহ ছিল তা এখন রিভার্স হয়ে গেছে।

মানে একেবারে উল্টো হয়ে গেছে। যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে। আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে। ফলে কী হলো? তিনি যা কিছু বলছেন বা তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এটা এখন আমাদের এই দেশে বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না।

এক ভিডিও বার্তায় এসব কথা বলেন গোলাম মাওলা রনি।

গোলাম মাওলা রনি বলেন, তার (ড. ইউনূস) সাথে যারা আছেন, তারা কেউ কি তার পরামর্শদাতা? কেউ কি তার বন্ধু? বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন, তার পরামর্শ নেন। ড. মুহাম্মদ ইউনূসের কথায় কোনো একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বা উপদেষ্টার কথায় ড. মুহাম্মদ ইউনূস সিদ্ধান্ত পরিবর্তন করেন, এ রকম কোনো নজির আমরা দেখতে পাইনি। 

তিনি বলেন, সরকারের যারা প্রভাবশালী কয়েকজন উপদেষ্টা রয়েছেন। এরা মূলত প্রভাবশালী হয়েছেন মিডিয়াতে এসে কথা বলার কারণে। তাদের মন্ত্রণালয় তাদের যে আউটপুট বলতে গেলে শূন্য। অনেক ক্ষেত্রে নেতিবাচক এবং তারা সরকারের জন্য দেশের জন্য অনেক আপদ-বিপদ ডেকে নিয়ে এসেছেন অতিকথনের ফলে। তো তারা সে অতিকথনের কারণে আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের কারো সঙ্গে ড. ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

ড. ইউনূস তাদের বিশ্বাস করেন, রিলাই করেন। কিংবা তারা ড. মুহাম্মদ ইউনূসকে রিপ্রেজেন্ট করেন। আমার কাছে সেটা মনে হয়নি। উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ড. মুহাম্মদ ইউনূসকে তেল-মালিশ করতে চান। তেল দিতে চান। তার কথার সঙ্গে কমপ্লাই করতেছেন এবং আন্দাজে ড. ইউনূস একটা কথা বলেন। তো সেই কথার ওপর তারা অন্ধভাবে বলে, হ্যাঁ। স্যার যেহেতু বলেছে, উনি যেহেতু বলেছেন, এটাই হবে এবং উনার মতো মানুষ ও বিশ্বমানবের বাইরে তিনিও যাবেন না। তার প্রতি রিলাই করতে পারেন। আমরা জানি, তিনি খুব ভালো মানুষ। ইত্যাদি কথাবার্তা।

তিনি আরো বলেন, এগুলো পুরোটাই অনেকটা ইলুয়েশনের মতো। এখন এই কথাগুলো বলার জন্য আসলে উপদেষ্টা হওয়ার দরকার নাই। যেকোনো লোক এই কথাগুলো বলতে পারে।

কিন্তু তারা যদি অথরিটি নিয়ে বলতেন যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে এবং আমি অনবিহাফ প্রধান উপদেষ্টা। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এটা হবে। যদি না হয় আমি পদত্যাগ করব। এটাকে বলা হয় অথরিটি। এই অথরিটি আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত এই সরকারের। এখানে সরকারের প্রেষণ আছে। সরকারি উপদেষ্টামণ্ডলী রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ কতগুলো সহকারী রয়েছেন। তারা তাদের দপ্তরে বসে কিছু কাজকর্ম করছেন। আর প্রধান উপদেষ্টার মন-মানসিকতা, আকাশের গ্রহ-নক্ষত্র, আবহাওয়া-প্রকৃতি এগুলো আন্দাজ করে তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অনন্যা পাণ্ডের তোপের মুখে আলিয়া ভাট, ‘সুযোগসন্ধানী’ আখ্যা Jan 12, 2026
img
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম Jan 12, 2026
img
কেন বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? জানালেন কারণ Jan 12, 2026
img
এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর : তৌসিফ Jan 12, 2026
যে জিনিস আপনাকে ধ্বংস করছে | ইসলামিক জ্ঞান Jan 12, 2026
ছক্কা মেরে অর্ধশতক ও সিলেটের জয় নিশ্চিত করলেন ইমন Jan 12, 2026
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অসম্ভব : আসিফ নজরুল Jan 12, 2026
এল ক্লাসিকো জিতে রেকর্ড বড় অঙ্কের অর্থ পুরস্কার বার্সার Jan 12, 2026
img
সবাইকে ভালোবাসা সম্ভব নয় : দেব Jan 12, 2026
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া: জোনায়েদ সাকি Jan 12, 2026
img
আদালতের রায়ে স্বস্তি সাইফ আলি খানের Jan 12, 2026
img
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ Jan 12, 2026
img
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা Jan 12, 2026
img
রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় Jan 12, 2026
img
ময়মনসিংহে জাপার ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান Jan 12, 2026
img
স্মরণে খল অভিনেতা নাসির খান, ২৭ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৫ শতাধিক সিনেমায় Jan 12, 2026
img
ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকাশ Jan 12, 2026
img
রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টেবিলের শীর্ষে রাজশাহী Jan 12, 2026
img
সুশান্তের মতোই বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান! Jan 12, 2026