হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’ মুক্তির আগেই গড়ল নজিরবিহীন এক রেকর্ড। উত্তর আমেরিকার অগ্রিম টিকিট বিক্রিতে মাত্র ৭ ঘণ্টায় ১ লাখ ডলারের ঘর ছুঁয়ে ফেলেছে এই ছবি- যা ভারতের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই মাইলফলকে পৌঁছনোর রেকর্ড।
এই রেকর্ড আগে ছিল জুনিয়র এনটিআরেরই আরেক ছবি ‘দেভারা’র দখলে, যা একই অঙ্কে পৌঁছাতে সময় নিয়েছিল ১১ ঘণ্টা ৩৭ মিনিট। এবার সেই সময়কেই পেছনে ফেলেছে ‘ওয়ার ২’। এই সিনেমা যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ, পরিচালনায় রয়েছেন আয়ান মুখার্জি। আর দুই সুপারস্টার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের জুটিতে দর্শকদের আগ্রহ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবানিকেও। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই মহাতারকা যখন এক ছবিতে, তখন সেটি যে সর্বভারতীয় ব্লকবাস্টার হয়ে উঠবে, তা প্রায় নিশ্চিত করেই বলা যায়। মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে যেভাবে সাড়া ফেলছে, তাতে বোঝা যাচ্ছে- ‘ওয়ার ২’ হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়।
বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে এত দ্রুত অগ্রিম বিক্রির এই সাফল্য আগের কোনও ভারতীয় ছবির কপালেও জোটেনি। এর ফলে শুধু বক্স অফিস নয়, প্রোমোশন, ফ্যান বেস এবং আন্তর্জাতিক অবস্থানে স্পাই ইউনিভার্সের গুরুত্ব যে আরও জোরদার হল, তা বলার অপেক্ষা রাখে না।
কেএন/টিএ