দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে চারের সাহায্যে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে আবারও দেখা গেল পাকিস্তানের দাপট। ১৩ রানের জয়ে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সালমান আঘার দল।
লডারহিলে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। জবাবে ছয় উইকেটে ১৭৬ রান করতে পারে উইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ১৪ রান ও ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জিতেছিল।
আজ উদ্বোধনী জুটিতেই পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। শামার জোসেফের বলে ৭৪ রানে ফারহান আউট হলে ভাঙে ১৩৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাইম ফেরেন ৬৬ রানে। বাকি সময় আসা যাওয়ার মাঝে ছিলেন পাকিস্তানের ব্যাটাররা।
দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৫ রান হাসান নাওয়াজের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, জোসেফ ও রস্টন চেজ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল উইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ২৬ বলে আসে ৪৪ রান। তবে ওপেনার অ্যান্ড্রু জুয়েল ২৪ রানে ফেরার পর ক্রমেই রানের গতি কমে আসে স্বাগতিকদের। আলিক আথানাজে ও শেরফান রাদারফোর্ড ফিফটি পেলেও দলকে জেতাতে তা যথেষ্ট ছিল না।
ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন আথানাজে, ৫১ রান আসে রাদারফোর্ডের ব্যাট থেকে। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, সাইম ও সুফিয়ান মুক্বিম একটি করে উইকেট নেন।
আগামী ৯ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল।
এমআর/টিকে