‘সুড়ঙ্গ’ সিনেমার সাফল্যের পর থেকেই এর সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে নানা জল্পনা চলছে। এর আগে সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি জানিয়েছিলেন, ‘সুড়ঙ্গ ২’ বা এর সিক্যুয়াল সময়ের ব্যাপার। দর্শক যেহেতু মাসুদ ও ময়নাকে (সুড়ঙ্গ’র দুই কেন্দ্রীয় চরিত্র) পছন্দ করেছেন, ভালোভাবে গ্রহণ করেছেন। এরপর থেকেই ‘সুরঙ্গ ২’ তৈরির গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
সম্প্রতি সেই প্রশ্ন আবারও উঠল সুরঙ্গ অভিনেত্রী তমা মির্জার কাছে। তমা মির্জা জানালেন, সিনেমাটি আসবে তবে এখনই তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ ২’-এর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটার সঙ্গে আসলে আমার সম্পৃক্ততা নিয়ে আমার সঙ্গে প্রডাকশন হাউজের বা পরিচালকের বা কারো সঙ্গে ওভাবে কোনো কথা হয়নি।
যদি ‘সুড়ঙ্গ ২’র সঙ্গে সম্পৃক্ত হই তাহলে সেটা সবাই জানতে পারবে।’
তিনি আরো বলেন, তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ বাস্তবেরই প্রতিচ্ছবি। তার কথাং, ‘আমি তো সব সময় বলি মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে আছে এটা থাকে।
ময়না যেরকম লোভী ছিল এ রকম লোভী মানুষও আছে মাসুদ যেরকম বোকা ছিল বউকে ভালোবাসতো ভীষণ বিশ্বাস করতো তারপরে ঠগে তারপর সেটার রিভেঞ্জ নেয় এ রকম মানুষও অনেক আছে।’
তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমাতে। গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ছবিটি দেশ ও দেশের বাইরে বেশ ভালোই ব্যবসা করেছিল। এরপর আর নতুন কাজের ঘোষণা দেননি অভিনেত্রী।
এফপি\টিকে