তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন।
সোমবার (৪ আগস্ট) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।’
এর আগে, সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে একটি ফেসবুক পোস্ট দেন।
এদিকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না তা নিয়ে পরিষ্কার কিছু জানায়নি দলটি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পরে জানানো হবে’।
এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে পোস্টটি দেন মাহফুজ আলম। যদিও পোস্ট দেওয়ার ২৩ মিনিট পর তিনি তা আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।
এমকে/টিএ