গাজার মানবিক সংকট মোকাবিলায় ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ‘গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি।’ তিনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, খাদ্য সংকট ও লজিস্টিক জটিলতা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও জানান, সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকেও এতে সহযোগিতা করার আহ্বান জানান।
গাজায় খাদ্যাভাব এবং দুর্ভিক্ষজনিত মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ৮ জন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮, যার অর্ধেকই শিশু।
এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মোট প্রাণহানি এবং আহতের হালনাগাদ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬১ হাজার ২০ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৭১ জন।
সূত্র : শাফাক নিউজ
কেএন/এসএন