হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে দুইদিন (৪৮ ঘণ্টা) অতিবাহিত হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পালিয়ে যাওয়া আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও গত বছরের ৫ আগস্ট সংঘটিত ৯ হত্যা মামলার অন্যতম আসামি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা ও ৯ হত্যা মামলার আসামি আব্দুল মজিদ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বাগাহাতা গ্রামের নিজবাড়িতে আসেন। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে গত সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় আব্দুল মজিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর নৌকায় দিয়ে তাকে থানায় নিয়ে আসার সময় তার স্বজনসহ একদল লোক ধাওয়া দিয়ে পুলিশকে বহনকারী নৌকাটি ডুবিয়ে দেয়। তখন আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আব্দুল মজিদকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
কিন্তু ভাটি এলাকায় হওয়ায় নৌকা দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাই অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘পুলিশের দুইটি টিম দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করি খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।’
পিএ/এসএন