রাজকে নিশানা করে প্রাক্তন স্ত্রীর তীর্যক ইঙ্গিতে রাজের মন্তব্য

দশ বছর পর দেব ও শুভশ্রীর জুটি ফিরছে রুপালি পর্দায়। 'ধূমকেতু' ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই যেন এক রকম আবেগের জোয়ারে ভাসছে অনুরাগীরা। ‘দেশু’ জুটিকে ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম উত্তেজনা, যেটা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার প্রতিটি কোণে। এই জুটির ফিরে আসা মানেই যেন সেই পুরনো ব্লকবাস্টার দিনের স্মৃতি উসকে দেওয়া। তবে দেব-শুভশ্রীর পুনর্মিলনের নেপথ্যে একাংশ ভক্ত কৃতিত্ব দিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে তাঁদের ‘সহনশীলতা’ ও ‘পরিণত মনোভাব’-এর জন্যই সম্ভব হয়েছে এই বহু প্রতীক্ষিত পুনর্মিলন।

কিন্তু এই আবহেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটি ফেসবুক পোস্ট। পোস্টটি কোনো নাম উল্লেখ না করলেও, তার প্রতিটি শব্দ যেন ব্যক্তিগত অভিমান, যন্ত্রণা ও আঘাতের ইঙ্গিত বহন করে। তিনি লেখেন, ‘কীরে কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো… আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

এই পোস্ট নিয়ে শুরু হয় জল্পনা। অনেকেই মনে করছেন, এই বক্তব্য সরাসরি রাজ চক্রবর্তীকে লক্ষ্য করেই। শতাব্দীর আরেকটি মন্তব্য সেই অনুমানকে আরও জোরালো করে ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে…।’ অতীতের এই আঘাতভরা স্মৃতিচারণ যে শুধুই আবেগ নয়, বরং একটা ব্যক্তিগত ইতিহাসের পুনরাবৃত্তি, তা বুঝে ফেলেছেন নেটিজেনরা।



তবে শতাব্দী এখানেই থেমে থাকেননি। সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, শুভশ্রীকে দেখতে এখন ‘বলিউড নায়িকার মতো’ লাগছে। কিন্তু রাজকে কটাক্ষ করতেও ছাড়েননি, বলেন, ‘ও কতটা হিংসে করতে পারে, সেটা আমি জানি।’

অন্যদিকে রাজ চক্রবর্তীও চুপ থাকেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দেবের প্রাক্তন আমার স্ত্রী।” অতীত নিয়ে ঘাটাঘাটি না করাই শ্রেয়, এমনটাও জানান তিনি। পাশাপাশি, ‘ধূমকেতু’ ছবিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কাজের ব্যস্ততার জন্য ট্রেলার লঞ্চে যাওয়া হয়নি। তবে ‘দেশু’ জুটির তিনি নিজেও একজন ভক্ত।

পুরনো সম্পর্ক, বর্তমান মেলবন্ধন আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এই সবকিছু মিলিয়েই দেব-শুভশ্রী-রাজ-শতাব্দীর ঘিরে তৈরি হয়েছে এক অনন্য নাটকীয় আবহ। যদিও প্রত্যেকে তাদের বর্তমান জীবনে ভালো আছেন, তবুও অতীতের ছায়া মাঝেমধ্যে ফিরে এসে গল্পটাকে আরও মোহময় করে তোলে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘ভিগি শাড়ি’তে সিদ্ধার্থ-জাহ্নবীর রসায়ন, ঝড় তুলল সামাজিক মাধ্যমে Aug 10, 2025
img
ধানের শীষ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক : মীর হেলাল Aug 10, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে আসিফ মাহমুদের পরামর্শ Aug 10, 2025
img
ভারতীয় সমর্থনপুষ্ট ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Aug 10, 2025
কম সময়ে কোরআন যেভাবে খতম দিবেন | ইসলামিক টিপস Aug 10, 2025
মিস ইউ পাপা’ শাকিবের ফেসবুক স্টোরিতে আব্রামের জন্য বিশেষ বার্তা Aug 10, 2025
বাংলাদেশের ছেলে পছন্দ রাশিয়ার গ্ল্যামার মডেলের Aug 10, 2025
ভাইরাল অডিও, সালমানের সঙ্গে কাজ করলে প্রাণহানির হুমকি! Aug 10, 2025
সামাজিক মাধ্যমে ভাইরাল অনন্যা-আহানের রাখি উৎসবের ছবি Aug 10, 2025
মেহজাবীনের নামের আসল রহস্য জানেন কি? Aug 10, 2025
ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ Aug 10, 2025
img
এই সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস Aug 10, 2025
বিপিএলে যুক্ত হচ্ছে আইসিসির এন্টি করাপশন ইউনিট Aug 10, 2025
মাঠে হ্যাটট্রিক, মঞ্চে জবাব: রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স Aug 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 10, 2025
ভোটের মাঠে শুদ্ধি অভিযান: এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য যাচাই Aug 10, 2025
ব্রিটিশ রাজনীতিতে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতরা Aug 10, 2025
রাজনীতিবিদদের হাতে সব সিদ্ধান্ত? অসম্ভব! Aug 10, 2025
এনসিপি নেতা তুষারের উদ্দেশ্যে নীলা ইসরাফিলের ভিডিও বার্তা Aug 10, 2025
সম্পর্কের রহস্য ফাঁস, ভর্তি ফর্মে বদলে গেল স্বামীর নাম! Aug 10, 2025