একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউকে। সোমবার (৪ আগস্ট) সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ও ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সং ইয়ং-কিউর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়।
যদিও সেই সময় তাকে আটক না করে সরাসরি প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার পরপরই তিনি একাধিক নাটক ও সিনেমা প্রজেক্ট থেকে নিজেকে পিছিয়ে নেন, যার মধ্যে অন্যতম ছিল শেক্সপিয়ারের জনপ্রিয় নাট্যরূপ ‘শেক্সপিয়র ইন লাভ’।
ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।
তদন্তকারীরা জানিয়েছেন, আত্মহত্যার কোনো চিরকুট কিংবা জোরপূর্বক হত্যার প্রমাণ মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় চলা কটু মন্তব্যের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই গুণী শিল্পী। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
সং ইয়ং-কিউর কর্মজীবন শুরু হয় ১৯৯৪ সালে, শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েল’-এর মাধ্যমে।
থিয়েটার ছাড়াও তিনি সিনেমা ও টেলিভিশনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা ‘এক্সট্রিম জব’-এ চিফ চোই চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায়।
এমকে/টিএ