যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আট শাখায় মনোনয়ন পেয়েছেন ব্ল্যাকপিংক তারকা রোজ।
আজ বুধবার মনোনয়নের তালিকা প্রকাশ করেছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। এতে ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট কোলাবোরেশন, বেস্ট পপ, বেস্ট ডিরেকশন, বেস্ট আর্ট ডিরেকশন ও বেস্ট ভিজ্যুয়াল ইভেক্টস বিভাগে মনোনয়ন পেয়েছেন রোজ। বেস্ট পপ বিভাগে ‘টক্সিক টিল দ্য এন্ড’ গানের জন্যও মনোনয়ন পেয়েছেন তিনি।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে রোজ লিখেছেন, ‘আমি প্রচণ্ড অবাক হয়েছি, কী বলব বুঝতে পারছি না। আমি রীতিমতো বাকরুব্ধ।’ তিনি আরও লিখেছেন, ‘আজকের দিনটা একদম অবিশ্বাস্য, অদ্ভুত ব্যাপার। কী ঘটছে?’
রোজ ছাড়া ব্ল্যাকপিংকের বাকি তিন সদস্য জেনি (লাইক জেনি), জিসু (আর্থকোয়াক) ও লিসা (বর্ন এগেইন) মনোনয়ন পেয়েছেন।
বেস্ট পপ বিভাগে রোজ ছাড়াও মনোনয়ন পেয়েছেন জিমিন (হু), এসপা (উইপ্লাশ), স্ট্রে কিডস (চিক চিক বুম)।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় আগামী ৮ সেপ্টেম্বর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসবে।
এমকে/টিএ