‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত সাবেক ফুটবলার আল ওবেইদ নিহত

ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল ওবেইদকে অনেকেই দেশটির পেলে হিসেবে ডাকতেন। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন এই ফুটবলার। গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য পেতে অপেক্ষমাণ ফিলিস্তিনি জনতার ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালালে ৪১ বছর বয়সী এই ফুটবলার প্রাণ হারান।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএএফ) নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পিএএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্যের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বিচ সার্ভিসেস দলের তারকা সুলেইমান আল ওবেইদ শহীদ হয়েছেন। ফিলিস্তিন ফুটবলে সুলেইমান “দ্য ব্লাক পার্ল (কালো মুক্তা)”, “দ্য গ্যাজেল (হরিণ)”, “হেনরি অব প্যালেস্টাইন” এবং “পেলে অব প্যালেস্টাইন ফুটবল” নামে পরিচিত ছিলেন। ফিলিস্তিন ফুটবলের এই পেলে পাঁচ সন্তান রেখে মারা গেছেন।’

গাজায় জন্ম নেওয়া সুলেইমান সার্ভিসেস বিচ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেন। পশ্চিম তীরে গিয়ে সেখানকার ক্লাব আল আমারি ইয়ুথ সেন্টারে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন তিনি। ২০১০-১১ মৌসুমে ফিলিস্তিনের প্রথম পেশাদার ফুটবল লিগ জেতেন সুলেইমান। আল আমারির পর আল শাতিয়া ক্লাবে এক মৌসুম খেলেন এ ফুটবলার। এরপর গাজা স্পোর্টস ক্লাবের হয়ে সাউদার্ন গভর্নরেটস প্রিমিয়ার লিগে ২০২৬–১৭ মৌসুমে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন।

পরের মৌসুমে আল খাদামা ক্লাবের হয়েও লিগে সর্বোচ্চ গোলদাতা হন।

পিএএফের বিবৃতিতে আরও জানানো হয়, দুর্দান্ত গতি ও দক্ষতার জন্য সুলেইমান ২০০৭ সালে ফিলিস্তিন জাতীয় দলে জায়গা করে নেন। ২০১৩ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার আগে ২৪ ম্যাচে ২ গোল করেন তিনি। এর মধ্যে ২০১০ সালে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ‘সিজর্স কিকে’ নিজের সেরা গোল করেছিলেন এ ফরোয়ার্ড।

সুলেইমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, ‘সাহায্য পাওয়ার আশায় রাফায় অবস্থান করার সময় ফিলিস্তিন জাতীয় দলের তারকা সুলেইমান আল ওবেইদকে হত্যা করেছে ইসরায়েল। তাকে “ফিলিস্তিনের পেলে” ডাকা হতো। আমরা তাদের আর কত গণহত্যা করতে দেব? ফিলিস্তিন মুক্ত হোক।’

সুলেইমানের মৃত্যুর মধ্য দিয়ে খেলাধুলা ও স্কাউটিং-সংশ্লিষ্ট শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬২, যেটা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের নির্মূলীকরণ যুদ্ধের মাধ্যমে শুরু হয়। এর মাঝে ফুটবল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট মৃত মানুষের সংখ্যা ৩২১। গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক মারা গেছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
এনবিআর শাটডাউনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার Aug 07, 2025
img
চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী এলাকা থেকে ২১টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক Aug 07, 2025
img
যে যত কথাই বলুক জামায়াত ও এনসিপি ক্ষমতায় আসতে পারবে না : মাসুদ কামাল Aug 07, 2025
img
আলোচিত দৃশ্যের পেছনের সত্য প্রকাশ করল ‘ওয়ার ২’ Aug 07, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি : নজরুল ইসলাম Aug 07, 2025
img
টেনিস ইতিহাসে রেকর্ড প্রাইজমানি ঘোষণা Aug 07, 2025
img
বিএনপির বন্দরে নোঙর করছেন ড. ইউনূস, ভেঙে গেছে এনসিপি : ড. মনজুর Aug 07, 2025
img
নেতানিয়াহুকে ৫৫০ ইসরায়েলি সাবেক সেনা কর্মকর্তার চিঠি Aug 07, 2025
img
দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে আটক ১৩১ Aug 07, 2025
img
৫ নেতার শোকজের জবাব পেয়েছে এনসিপি, সিদ্ধান্ত নেবেন আহ্বায়ক-সদস্য সচিব Aug 07, 2025
পাকিস্তানের হাতে স্টেলথ জে-৩৫, ভারতের আকাশ প্রতিরক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ Aug 07, 2025
img
এআই ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা চূড়ান্ত করলো ইসি Aug 07, 2025
হামাসবিরোধী অভিযান নিয়ে নেতানিয়াহু ও ইসরাইলি সেনাপ্রধানের দ্বন্দ্ব Aug 07, 2025
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি: কারাগারে কলিমুল্লাহ Aug 07, 2025
মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, স্কুলসহ স্থানীয় এলাকায় জরুরি লকডাউন জারি Aug 07, 2025
ডিপফেকর শিকার হচ্ছেন দেশি শিল্পীরাও Aug 07, 2025
“আমাকে ডিভোর্স না দিয়েই সম্পর্ক চালাচ্ছে” — রিয়ামনিকে নিয়ে হিরো আলমের কান্না Aug 07, 2025
img
সংস্কারকাজ অনিশ্চিত রেখে সরকার নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে উঠেছে : ইসলামী আন্দোলন Aug 07, 2025
img
পররাষ্ট্রসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Aug 07, 2025
আমরা ফাইনাল খেললে চ্যাম্পিয়ন হতে পারব; আকরাম খান Aug 07, 2025