মধ্যপ্রাচ্যের সব দেশকে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ আহ্বান জানান তিনি। তার মতে, এ পদক্ষেপই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন,
ইরানের তৈরি করা পারমাণবিক অস্ত্রভান্ডার সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এখন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে, মধ্যপ্রাচ্যের সব দেশ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিক। এতে মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
আব্রাহাম অ্যাকর্ডস হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া। এর লক্ষ্য হলো, ইসরায়েল ও মুসলিম বিশ্বের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে আনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।
২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার হচ্ছে এ চুক্তির পরিধি আরও বিস্তৃত করা।
তথ্যসূত্র : শাফাক নিউজ, দ্য জেরুজালেম পোস্ট
এফপি/টিএ